ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন কাল

প্রকাশিত: ০৬:১৮, ২২ অক্টোবর ২০১৬

নিউইয়র্কে বাংলাদেশ  সোসাইটির নির্বাচন কাল

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ আগামীকাল ২৩ অক্টোবর রবিবার নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯ পদে সরাসরি দুটি প্যানেল এবং সভাপতি পদে এক স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৯ প্রার্থীর নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। ভোটার ১৮ হাজার ৫৫১ জন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই সোসাইটির নির্বাচনে এবারই সর্বোচ্চ সংখ্যক ভোটার। নিউইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলীন এবং ব্রঙ্কসে ৫টি কেন্দ্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট গৃহীত হবে। এ নির্বাচন ঘিরে নিউইয়র্ক অঞ্চলে ৩ লক্ষাধিক প্রবাসীর মধ্যে সাজসাজ রব উঠেছে। পোস্টার-ব্যানার আর প্ল্যাকার্ডে সয়লাব বাংলাদেশী এলাকাগুলো। রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক পাড়ায় একই আলোচনা। সভাপতি পদে বর্তমান সভাপতি আজমল হোসেন কুনু, গত নির্বাচনে এই কুনুর সঙ্গে ধরাশায়ী কামাল আহমেদ এবং প্রবাসে সৎ মানুষের অনন্য উদাহরণ ওসমান চৌধুরী লড়ছেন। কুনু এবং কামাল লড়ছেন প্যানেল থেকে।
×