ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোটের ফল নিয়ে প্রশ্ন তোলা বিপজ্জনক ॥ ওবামা

প্রকাশিত: ০৬:১৭, ২২ অক্টোবর ২০১৬

ভোটের ফল নিয়ে প্রশ্ন তোলা বিপজ্জনক ॥ ওবামা

পরাজিত হলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল মেনে না নেয়ার ইঙ্গিত দেয়ায় তার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, হেরে গেলে ট্রাম্প ভোটের ফল নিয়ে প্রশ্ন তুললে সেটা হবে বিপজ্জনক। খবর এএফপি ও ওয়েবসাইটের। ফ্লোরিডার মিয়ামিতে নির্বাচনী সমাবেশে বৃহস্পতিবার ট্রাম্পের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন ওবামা। ওহাইও অঙ্গরাজ্যে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, জিতে গেলে ঐতিহাসিক এই নির্বাচনের ফল তিনি মেনে নেবেন। কিন্তু ফল প্রশ্নবিদ্ধ হলে তিনি আইনী ব্যবস্থাও নিতে পারেন। ভোটের লড়াইয়ের আগে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে তৃতীয় ও শেষ বিতর্কের পর বৃহস্পতিবার ওহিওর ডেলাওয়ারে এক সমাবেশে একথা বলেন তিনি। আগের রাতে লাস ভেগাসের নেভাডা ইউনিভার্সিটিতে সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত ওই বিতর্কে ভোটের ফল মেনে নিতে নাও পারেন বলে ইঙ্গিত দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা রিপাবলিকান প্রার্থী। বিতর্কের সঞ্চালক ফক্স নিউজের উপস্থাপক ক্রিস ওয়ালেস ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, নির্বাচনে হারলে তিনি কি তা মেনে নেবেন? জবাবে ট্রাম্প বলেন, আমি তোমাকে সাসপেন্সের মধ্যেই রাখতে চাই। আমি তোমাকে ওই সময়ে বলব। আর নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উত্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন বারাক ওবামা। তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা মানে গণতন্ত্রকে হেয় করা। বুধবার রাতের শেষ বিতর্কে কোন প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প। ওবামা বলেন, মার্কিন ইতিহাসে ট্রাম্প সংখ্যাগরিষ্ঠ দলের প্রথম প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন। এটাকে হাল্কাভাবে নেয়ার সুযোগ নেই। ওবামা আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশে নির্বাচনে কারচুপি করার কোন সুযোগ নেই। এদিকে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও ট্রাম্পের ভোট কারচুপির ফাঁদে পা না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। মিশেল বলেন, ট্রাম্প ভোটারদের হতাশ করার চেষ্টা করছেন। এটা বোঝানোর চেষ্টা করছেন, তাদের ভোট কোন কাজে লাগবে না।
×