ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চ্যারিটি ডিনারেও হিলারি-ট্রাম্প তিক্ত বাক্যবিনিময়

প্রকাশিত: ০৬:১৭, ২২ অক্টোবর ২০১৬

চ্যারিটি ডিনারেও হিলারি-ট্রাম্প তিক্ত বাক্যবিনিময়

হিলারি ক্লিনটন ও ট্রাম্প তাদের মধ্যে তিক্ত বিতর্কের পর বৃহস্পতিবার রাতে চ্যারিটি ডিনারেও একে অন্যকে খোঁচা মেরে কথা বলেছেন। ট্রাম্পের কথায় হিলারি হাসলেও একপর্যায়ে দর্শকরা তার কথায় ছি ছি করতে থাকেন। খবর বিবিসি ও সিএনএনের। নিউইয়র্কে আলফ্রেড ই স্মিথ মেমোরিয়াল ফাউন্ডেশন ডিনার এমনই এক অনুষ্ঠান যেখানে প্রেসিডেন্ট প্রার্থীরা উপস্থিত হন। অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একে অন্যকে নিয়ে কৌতুক করার ঐতিহ্য রয়েছে। বুধবার রাতে লাস ভেগাসে চূড়ান্ত বিতর্কে ট্রাম্প তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বীকে ‘জঘন্য নারী’ বলে অভিহিত করেন এবং পুরো বিতর্কে উভয়েই একে অপরের বিঘœ সৃষ্টি করেন। তারা বিতর্কের আগে ও পরে করমর্দন করতে অস্বীকৃতি জানান। নিউইয়র্কের অনুষ্ঠানে তাদের মাঝে সামান্য দূরত্ব ছিল। দুজনার মাঝখানে বসেন কার্ডিনাল টিমথি ডোলান। যখন তারা দু’জন অনুষ্ঠানস্থলে ঢোকেন এবং আসন গ্রহণ করেন তখন তারা করমর্দন করেন নি অথবা কেউ কারও দিকে একটু তাকিয়েও দেখেননি। ট্রাম্প বলেন, ‘আমি আসলে নিশ্চিত ছিলাম না যে, হিলারি আজ রাতে এখানে আসছেন। আমার ধারণা, আপনারা তাকে ই-মেইলে আমন্ত্রণ জানাননি। অথবা আপনারা তা করতে পারেন এবং তিনি এ বিষয়ে কেবল উইকিলিকসের জাদুর মাধ্যমে জানতে পেরেছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা উইকিলিকস থেকে অনেক কিছু জেনেছি। উদাহরণস্বরূপ হিলারি মনে করেন, জনগণকে ধোঁকা দিতে সরকারি নীতি এবং ব্যক্তিগত জীবনে পুরোপুরি ভিন্ন নীতি থাকা জরুরী।’ একথা বললে দর্শকরা ছি ছি করতে শুরু করেন। ট্রাম্প তখন বলেন, ‘ঠিক আছে, আমি জানি না, কাদের প্রতি রাগ। হিলারি, আপনারা না আমার প্রতি। উদাহরণস্বরূপ, আজ রাতে হিলারি এখানে জনসম্মুখে রয়েছেন এবং তিনি যে ক্যাথলিকদের ঘৃণা করেন না তার ভান করছেন।’ এ কথাতেও দর্শকরা ছি ছি করেন। হিলারি বলেন, ‘ডোনাল্ড স্ট্যাচু অব লিবার্টির দিকে তাকিয়ে ভাবেন, যদি তার টর্স ও ট্যাবলেট হারায় এবং চুল পরিবর্তন করে তবে তার বয়স হবে হয়ত চার অথবা পাঁচ।’
×