ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় নৃশংসতা চললে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে ॥ ইইউ

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা হুমকি প্রত্যাহার

প্রকাশিত: ০৬:১৭, ২২ অক্টোবর ২০১৬

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা হুমকি প্রত্যাহার

আলেপ্পোয় বোমা হামলার বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের হুমকি থেকে সরে এসেছে ইইউ। কিন্তু সংস্থাটি শুক্রবার সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, সিরিয়ায় নৃশংসতা অব্যাহত থাকলে তারা সব সম্ভাব্য বিকল্প পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করবে। ইতালীয় প্রধানমন্ত্রী সাত্তেও রেনজি দাবি করেছেন যে, ব্রাসেলসের শীর্ষ বৈঠকের বিবৃতিতে সিরীয় হত্যাকা-ের বিষয়ে মস্কোর বিরুদ্ধে যে সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের উল্লেখ রয়েছে তা প্রত্যাহার করে নেয়া উচিত। এ প্রত্যাহার প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৮ নেতার মধ্যে গভীর বিভাজন স্পষ্ট হয়ে ওঠেছে। কারণ, তারা তাদের এ ক্রমবর্ধমান সমরপ্রিয় পূর্বাঞ্চলীয় প্রতিবেশীর ওপর একটি দীর্ঘ সময়ের কৌশল গ্রহণের জন্য আলোচনার পর সিদ্ধান্ত নেয়া চেষ্টা করেছেন। ওই বিবৃতিতে বলা হয়েছিল, ইইউ আলেপ্পোর বেসামরিক নাগরিকদের ওপর সিরীয় প্রশাসন বিশেষ করে রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে বৈরিতা অবসানের আহ্বান জানায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান নৃশংসতা যদি অব্যাহত থাকে তা হলে ইইউ সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ বিবেচনা করবে। এর আগের একটি খসড়ায় নিষেধাজ্ঞা আরোপের উল্লেখ ছিল। রাশিয়া একই দিন আলেপ্পোতে বৈরিতার অবসান ঘটাবে। এসব ঘোষণা দেয়। রাশিয়া বৃহস্পতিবার একথাও দেয়। বলেছে, সে ২৪ ঘণ্টার জন্য অস্ত্র বিরতির মেয়াদ বাড়াবে। ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জোর দিয়ে বলেছেন যে, নেতারা রাশিয়ার বিষয়ে ইইউয়ের ঐক্য ধরে রাখতে সম্মত হয়েছেন। তিনি এর আগে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়ে রাখা উচিত। নেতারা বলকান অঞ্চলে ও অন্যান্য স্থানে রাশিয়ার আকাশপথ লঙ্ঘন, মিথ্যে ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য অভিযান, সাইবার হামলা রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও অন্যান্য অভিযোগ উত্থাপন করেন। টাস্ক বলেন, এটা স্পষ্ট যে, রাশিয়ার কৌশল হচ্ছে ইইউকে দুর্বল করা। ইউক্রেন সঙ্কটের বিষয়ে নিষেধাজ্ঞা আরও ৬ মাস বাড়ানো হবে কিনা ডিসেম্বরে ইইউয়ের পরবর্তী শীর্ষ বৈঠকে যে সিদ্ধান্ত নেয়া হবে। ইতালীয় প্রধানমন্ত্রী রেনজি বলেছেন, সিরিয়ার একটি শান্তি চুক্তির জন্য সব সম্ভাব্য উদ্যোগ গ্রহণ করতে হবে। রেনজির অনুরোধেই রাশিয়ার ওপর ইইউয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ফ্রান্স ও জার্মানির নেতারাও বার্লিনে বুধবার রাতে রুশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত টেবিলে প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন। শীর্ষ বৈঠকের পর জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মেরকেল বলেছেন যে, ইইউ এ ধরনের অমানবিক গোলাবর্ষণ মেনে নিতে পারে না। তিনি এক সংবাদ সম্মেলন বলেন, এ ধরনের লঙ্ঘন চলতে থাকলে অবশ্য আমরা পাল্টা ব্যবস্থা হিসেবে সব সম্ভাব্য পদক্ষেপ গ্রহণ করব। -এএফপি
×