ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলবায়ু সম্মেলন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণের তাগিদ

প্রকাশিত: ০৬:১৫, ২২ অক্টোবর ২০১৬

জলবায়ু সম্মেলন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণের তাগিদ

বিশেষ প্রতিনিধি ॥ মরক্কোর মারাকাশে আগামী নবেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ জলবায়ু আলোচক তথা বাংলাদেশ প্রতিনিধি দলকে একটি স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণের তাগিদ দিয়েছে অধিকারভিক্তিক ৮টি সংগঠন। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এ নেটওয়ার্কগুলো শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলন থেকে এ তাগিদ দেন। ‘কপ-২২ বিশ্ব জলবায়ু সম্মেলন : নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ইক্যুইটিবিডির রেজাউল করিম চৌধুরী। এতে আয়োজকদের পক্ষ থেকে মূল দাবিগুলো উপস্থাপন করেন ক্যাম্পেন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডের শারমিন্দ নিলর্মি। আয়োজকদের পক্ষ থেকে শারমিন্দ নিলর্মি জলবায়ু আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে আটটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। সেগুলো হলোÑ ২০২০ সালের পর থেকে বাস্তবায়িত হতে যাওয়া মূল কর্মকাঠামো নিয়ে আলোচনার ক্ষেত্রে জি-৭৭ এবং চায়না গ্রুপে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশকে আলোচনায় নেতৃত্ব দিতে হবে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রীতে রাখার জন্য ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণের মাত্রা কমানোর লক্ষ্য ঠিক করতে হবে, বর্তমানে দেশগুলো কার্বন কমানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা বিশ্বের তাপমাত্রা ৩.৫ ডিগ্রী পর্যন্ত বাড়াতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। কামরুল ইসলাম চৌধুরী স্বল্পোন্নত এবং অতি বিপন্ন দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রতিনিধি দলের ওপর আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ভারত এবং চীনের কারণে যেন অতি বিপদাপন্ন ও স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ জলাঞ্জলি দেয়া না হয়। রেজাউল করিম চৌধুরী আশা প্রকাশ করেন, কপ-২২ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে সুশীল সমাজের প্রবেশাধিকার নিশ্চত করবে এবং প্রতিনিধি দলে সুশীল সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।
×