ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কর্মচারীদের বেতন দেয়ার দায়িত্ব সিটিসেল কর্তৃপক্ষের

প্রকাশিত: ০৬:১৫, ২২ অক্টোবর ২০১৬

কর্মচারীদের বেতন দেয়ার দায়িত্ব সিটিসেল কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টার ॥ সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের দায়িত্ব সিটিসেল কর্তৃপক্ষের। এ বিষয়ে টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির তেমন কিছু করার নেই। কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ কিভাবে করবে তা সিটিসেল কর্তৃপক্ষই জানে। শুক্রবার গুলশানে বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ ভবনে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের পাওনা পৌনে পাঁচ শ’ কোটি টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার সিটিসেলের তরঙ্গ স্থগিত করে বিটিআরসি। এরপর বিটিআরসির কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে গিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের বলেন, সিটিসেলকে বার বার সুযোগ দেয়ার পরও বিটিআরসির পাওনা শোধ করেনি। পরে বাধ্য হয়ে সিটিসেলের কার্যক্রম বন্ধ করা হয়েছে। তরঙ্গ স্থগিত করার পর সিটিসেলের কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা আদায়ে কোন উদ্যোগে নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি প্রতিষ্ঠান তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী চলে। এ বিষয়ে মন্ত্রণালয় ও বিটিআরসির কিছু করার নেই। নিয়ন্ত্রক হিসেবে বিটিআরসি তার নির্ধারিত ভূমিকার বাড়তি কিছু করতে পারবে না। সিটিসেলের সুনাম রক্ষার্থে এই সদিচ্ছা থাকা প্রয়োজন। বিটিআরসি সূত্রে জানা গেছে, সিটিসেলের কাছে সংস্থাটির পাওনা ৪৭৭ কোটি টাকা। আদালতের নির্দেশ অনুযায়ী বুধবারের মধ্যে তাদের দিতে হতো ৩১৮ কোটি টাকা। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তারা দিয়েছে ১৩০ কোটি টাকা। আর এনবিআরকে দিয়েছে ১৪ কোটি টাকা। বাকি টাকা তারা পরিশোধ করেনি। তাই তাদের তরঙ্গসহ সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
×