ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুর ঘুরে গেলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ

প্রকাশিত: ০৬:১৫, ২২ অক্টোবর ২০১৬

গাজীপুর ঘুরে গেলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে ও লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জী শুক্রবার গাজীপুর ঘুরে গেছেন। এ সময় তার সঙ্গে ভারতের রাজ্যসভার সদস্য অধ্যাপক প্রদীপ কুমার ভট্টাচার্য ছিলেন। জানা গেছে, অভিজিত মুখার্জী ও তার সফরসঙ্গীরা শুক্রবার দুপুর সোয়া একটার দিকে হেলিকপ্টারযোগে গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে এসে নামেন। এ সময় তাদের গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাগত জানান। পরে সেখান থেকে তারা সড়কপথে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের বাসভবনে যান এবং প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন। এ সময় গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোঃ ওয়াজ উদ্দিন মিয়া ও মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। পরে তারা সড়কপথে পুনরায় ঢাকায় ফিরে যান। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান জানান, আওয়ামী লীগের ২০তম সম্মেলন দেখতে তারা বাংলাদেশে এসেছেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে গাজীপুর এসেছিলেন। বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখতে তারা মানিকগঞ্জ ও গাজীপুর জেলা পরিদর্শন করছেন বলে জানা গেছে। গত ১০ বছরে বাংলাদেশে অর্থনৈতিকভাবে আমূল পরিবর্তন হয়েছে ॥ নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ থেকে জানান, ভারতের রাজ্যসভার এমপি অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য বলেছেন, গত ১০ বছরে বাংলাদেশে অর্থনৈতিকভাবে আমূল পরিবর্তন হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন সাধিত হলে দেশে দারিদ্র্যের হার কমে আসবে এবং দেশের মানুষও শান্তিতে থাকবে। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে লোকসভার এমপি অভিজিৎ মুখার্জী, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাসদের সভাপতি ইকবাল হোসেন খানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে যোগদানের জন্য তারা বাংলাদেশে আসেন। মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাষ সরকারের আমন্ত্রণে ভারতের এই অতিথিরা মানিকগঞ্জে আসেন।
×