ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিজিটাল ওয়ার্ল্ডপ্রযুক্তি মেলায় শেষদিনেও ছিল উপচেপড়া ভিড়

ন্যানো-স্যাটেলাইট স্থান করে নেবে আকাশে উড়বে ড্রোন

প্রকাশিত: ০৬:১৪, ২২ অক্টোবর ২০১৬

ন্যানো-স্যাটেলাইট স্থান করে নেবে আকাশে উড়বে ড্রোন

এমদাদুল হক তুহিন ॥ দেশের শিক্ষার্থীদের উদ্ভাবিত ‘ন্যানো-স্যাটেলাইট’ স্থান করে নেবে মহাকাশে। ঢাকার আকাশে উড়বে ড্রোন। চিকিৎসা বিজ্ঞানে আরও সহজলভ্য হবে টেলিমেডিসিন। গ্রামে বসেই সেবা পাবেন বিজ্ঞ ডাক্তারের। নাগরিক সমস্যা সমাধানে কার্যকর ‘নগর এ্যাপস’। এটি ব্যবহার করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নাগরিকরা জানাতে পারবেন যে কোন অভিযোগ। ব্যাংকিং খাতের যে কোন অভিযোগ জানাতে পারেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদেরÑ এমন হাজারও ইনোভেশন ও সেবা প্রাপ্তির নানান তথ্য তুলে ধরা হয় দেশের সবচেয়ে বড় প্রযুক্তিমেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ তে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত তিন দিনের এই মেলার শেষ দিন ছিল শুক্রবার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিবি) বিভিন্ন হল ঘুরে দেখা গেছে, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। মেলায় অংশ নেয়া সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের স্টলে তুলে ধরা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি। বিশ্বে এগোচ্ছে বাংলাদেশ। বাতলে দেয়া হচ্ছে সহজে তথ্যপ্রাপ্তির রাস্তা। তুলে ধরা হচ্ছে, ক্ষুদে তথ্য প্রযুক্তিবিদদের নানান উদ্ভাবন। এতে ৪শ’ প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। ৪০ মন্ত্রণালয় তাদের প্রযুক্তিগত সেবার নানান দিক তুলে ধরে। দেশী-বিদেশী আইসিটি বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও নানান বয়সী শিক্ষার্থীসহ প্রায় ৫ লাখ দর্শনার্থী মেলায় অংশ নিয়েছেন বলে জানান আয়োজকরা। মেলা ঘুরে দেখা যায়, সেমিনার হল-২ এ শিক্ষা মন্ত্রণালয়ের স্টলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি উদ্ভাবনী প্রকল্প স্থান করে নিয়েছে। ২০১৭ সালে মহাকাশে স্থান পাবে তাদের এই ন্যানো-স্যাটেলাইট। জাপানের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তারা গবেষণা কার্যক্রমে অংশ নিয়েছে। স্টলে কথা হয় ব্র্যাকের শিক্ষার্থী মাহবুবুল আলম, আদনান সাব্বির ও নারজিস মুস্তফার সঙ্গে। উচ্ছ্বসিত কণ্ঠে ওই তিন শিক্ষার্থী জনকণ্ঠকে বলেন, প্রকল্পটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এর মাধ্যমে দেশের সুনাম বয়ে আসবে। মহাকাশেও স্থান হবে বাংলাদেশের। শুক্রবার মেলায় ছিল কয়েকটি সেমিনার। এর মধ্যে ‘দ্য রোড টু ফাইভ বিলিয়ন ডলার আইসিটি এক্সপোর্ট বাই ২০২১’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইসিটি খাতকে অগ্রাধিকার দিচ্ছে। এ খাতের উন্নয়নে ইনটেনসিভ দেয়া হবে। তিনি বলেন, দুই-তিন শ’ কোটি টাকা খরচ করে যদি এর দ্বিগুণ আয় সম্ভব হয়, তবে কেন সরকার সহায়তা করবে না। অবশ্যই করবে। সব খাতেই ইনটেনসিভ দিচ্ছি। আর আইসিটি খাত সরকারের অগ্রাধিকারের মধ্যেই রয়েছে। তাই আইসিটি খাতে ক্যাশ ইনটেনসিভ দেয়া হবে। তিনি আরও বলেন, ভিশন ’২১ এর লক্ষ্য দুটি। তা হলো ডিজিটাল বাংলাদেশ ও মধ্য আয়ের দেশে পরিণত হওয়া।
×