ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের উদ্যোগ

সচেতনতাই পারে ভূমিকম্প থেকে রক্ষা করতে

প্রকাশিত: ০৬:১৪, ২২ অক্টোবর ২০১৬

সচেতনতাই পারে ভূমিকম্প থেকে রক্ষা করতে

শাহীন রহমান ॥ ভূমিকম্পে করণীয় সম্পর্কে দেশের বেশিরভাগ মানুষ সচেতন নন। এ সচেতনতার অভাবেই সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে হতাহতের ঘটনা অনেক বেড়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে নারী ও শিশুরা এর শিকার হয়েছে বেশি। তারা বলছেন, ভূমিকম্পের কোন পূর্বাভাস ও প্রতিরোধ ব্যবস্থা না থাকায় সচেতনতা ও প্রস্তুতিই সর্বোচ্চ করণীয়। সচেতন হলেই কেবল বড় ধরনের দুর্ঘটনার হাত থেকেই রেহাই পাওয়া সম্ভব। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ভূমিকম্পের মতো দুর্ঘটনার কথা মাথায় রেখেই স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে। দুর্যোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতার কথা মাথায় রেখেই সারাদেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবকের বাহিনী গঠন ছাড়াও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে ৩২ হাজার স্বেচ্ছাসেবক গড়ে তোলা হয়েছে। প্রায় ৭০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এর পাশাপাশি ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে জনগণকে বেশি সচেতন করতে হবে। বিশেষ করে নারী ও শিশুরা বেশিরভাগ সময় ঘরে বন্দী থাকে। এ সময় তাদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া গেলে দুর্ঘটনার হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যেত। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোন কার্যক্রম নেয়া হয়নি। তবে দুর্ঘটনার কথা মাথায় রেখেই মাঝে মধ্যে ভূমিকম্প পরবর্তী উদ্ধারের মহড়া দেয়া হচ্ছে। বিগত দেড় বছরে বাইরে থেকে উৎপত্তি হওয়া পাঁচটি বড় ধরনের ভূমিকম্পের প্রভাব সরাসরি বাংলাদেশের ওপর আঘাত হানে। তবে এসব ভূমিকম্পে দেশে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও জনমনে ব্যাপক আতঙ্ক তৈরি করতে সক্ষম হয়েছে। এছাড়া ভূমিকম্পের সময় দেখা গেছে, বেশিরভাগ লোক সচেতন না হওয়ায় হুড়োহুড়ি করে ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেছে। আতঙ্কিত হয়ে চারদিকে ছুটোছুটির কারণে প্রতিবারই কয়েক শ’ লোকের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া আতঙ্কিত হয়ে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। অথচ বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সময় কোনক্রমেই আতঙ্কিত হওয়া যাবে না। ঘর থেকে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা হিতে বিপরীত হতে পারে। তাদের মতে, ভূমিকম্পের সময় ঘর থেকে বের হয়ে না এসে বরং কিভাবে নিজেকে নিরাপদ রাখা সম্ভব সে চেষ্টাই করতে হবে। পরে ভূমিকম্পের ঝাঁকুনি থেমে গেলে ঘর থেকে বের হতে হবে। অথচ বিগত ভূমিকম্প সংঘটনের সময়ে দেখা গেছে, সচেতনতার অভাবে মূলত হতাহতের ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে স্কুল চলাকালীন সৃষ্ট ভূমিকম্পের সময় এ ধরনের ঘটনা বেশি ঘটেছে। দেশের বিভিন্ন স্কুল-কলেজ থেকে দ্রুত বের হওয়ার সময় অনেক ছাত্রছাত্রীর আহত হওয়ার ঘটনা ছিল উল্লেখযোগ্য। ভূমিকম্পে সচেতনতা সম্পর্কে সরকারীভাবে কোন কার্যক্রম হাতে না নেয়া হলেও সেভ দ্য চিলড্রেন নামের একটি আন্তর্জাতিক সংগঠনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ভূমিকম্পকালীন করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করতে ইতোমধ্যে ২১০টি ভলান্টিয়ার গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে ভূমিকম্পের হাত থেকে কিভাবে নিজেদের নিরাপদ রাখা সম্ভবÑ সে বিষয়ে সচেতন ও প্রশিক্ষণমূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার নুসরাত বলেন, মূলত এ ধরনের দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় নারী ও শিশুদের কিভাবে নিরাপদ রাখা সম্ভবÑ সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিশেষ করে স্কুলগুলোতে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে গঠিত ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে স্কুলগুলোতে নিরাপত্তা পরিকল্পনার ওপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিশেষ করে ভূমিকম্পের সময় কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায় মূলত সে সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনি জানান, আগামী বছর পর্যন্ত তাদের এ কর্মসূচী চলবে। সেলিনা কাওসার একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। তিনি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক। তিনি ভূমিকম্পের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের সময় তিনি ছাত্রীদের ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ তিনি বুঝতে পারলেন ভূকম্পন হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তিনি তার ছাত্রীদের নির্দেশ দিলেন নিরাপদে অবস্থান নেয়ার। তার নির্দেশ পেয়ে কিছু ছাত্রী নিরাপদে বেঞ্চের নিচে বসে পড়ে এবং অন্যরা মাথার উপর বইয়ের ব্যাগ রেখে পিলারের কাছে অবস্থান নেয়। যখন কম্পন থেমে গেল তখন তিনি ভবনের নিচে নেমে আসেন। ছাত্রীদের নিচে নামতে বলেন। তখন সব ছাত্রীই আতঙ্কমুক্ত হয়ে নিচে নেমে নিরাপদে অবস্থান নেয়। তিনি বলেন, প্রশিক্ষণ নেয়ার পরই তিনি জানতে পারেন ভূমিকম্পের সময় কী করতে হবে। এর আগের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ভূমিকম্পের সময় কী করতে হবে, সে বিষয়ে অবগত ছিলেন না। ফলে ভূমিকম্পের সময় অনেক ছাত্রী ও শিক্ষকের আহত হওয়ার ঘটনা ঘটেছে।
×