ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডাইনোসরের বৃহৎ জীবাশ্মের সন্ধান

প্রকাশিত: ০৬:১৩, ২২ অক্টোবর ২০১৬

ডাইনোসরের বৃহৎ  জীবাশ্মের সন্ধান

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে তৃণভোজী ডাইনোসরের বৃহৎ কিছু জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। এটি এ যাবত আবিষ্কৃত ডাইনোসরের সবচেয়ে বড় জীবাশ্ম বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। লাখ লাখ বছর এ প্রাণীগুলো অস্ট্রেলিয়ার অভ্যন্তরের বিস্তৃত ভূমিতে বিচরণ করত। অস্ট্রেলিয়ার অনাবাদী ভূমিতে জীবাশ্ম আবিষ্কারের ঘটনাকে খুবই তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, ছয় মিটার উঁচু চতুষ্পদ এ জন্তুগুলো সরোপডসের পর্বের অন্তর্ভুক্ত ডাইনোসর ছিল। লেজ থেকে মাথা পর্যন্ত এর দৈর্ঘ্য ১৪ মিটার। ধারণা করা হচ্ছে, লাতিন আমেরিকা থেকে ডাইনোসরগুলো অস্ট্রেলিয়ায় এসে থাকতে পারে। বিজ্ঞানীরা ধারণা করেন, বৈরী আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে না পেরে এখন থেকে ৬৬ কোটি বছর আগে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। বৃহস্পতিবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্টিফিক রিপোর্টসে আবিষ্কারের খবরটি প্রকাশিত হয়েছে। -এএফপি
×