ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৫০ ভাগ কাজ সমাপ্ত ॥ তারানা

প্রকাশিত: ০৬:১২, ২২ অক্টোবর ২০১৬

বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৫০ ভাগ কাজ সমাপ্ত ॥ তারানা

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ এর ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু-১ এর ইঞ্জিনিয়ারিং কাজ ৪৩ ভাগ, এন্টিনা তৈরির কাজ ৫৬ ভাগ এবং যোগাযোগ ও সার্ভিস মডুলসের ৬৫ ভাগ কাজ হয়েছে। খবর বাসসর। প্রতিমন্ত্রী তারানা হালিম শুক্রবার সকালে বিটিসিএল গুলশান-১ এক্সচেঞ্জ অফিসে স্যাটেলাইট ও বিটিসিএল’র অপটিক ফাইবার নেটওয়ার্ক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। তিনি স্যাটেলাইট সিস্টেম রিকয়ারমেন্ট রিভিউ (এসআরআর) প্রিলিমিনারি ডিজাইন রিভিউ (পিডিআর)-এর উল্লেখ করে বলেন, আগামী বছরের ১৬ ডিসেম্বর মহাকাশে এটি উৎক্ষেপণের পর আমরা ২০১৮ সালের মার্চ মাস থেকে বাণিজ্যিক অপারেশন শুরু করব। তিনি বলেন, বর্তমান কাজের গতিধারা অব্যাহত থাকলে ২০১৭ সালের নবেম্বর মাসে স্যাটেলাইটটির নির্মাণ কাজ শেষ হবে। স্যাটেলাইটটি কেপ কার্নিভাল লাঞ্চ প্যাড থেকে যুক্তরাষ্ট্রের ভেহিকেল স্পেস এবং ফলকন-৯ ব্যবহার করে উৎক্ষেপণ করা হবে। প্রতিমন্ত্রী বলেন, উৎক্ষেপণের এক মাস আগে প্রয়োজনীয় পরীক্ষা ও মহড়া, বিশেষ করে স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য বিভিন্ন অংশ সংযোজন করা হবে। এরপর নির্মাণকারী প্রতিষ্ঠানটি ফ্রান্সের থালেস এলেনিয়া পরীক্ষা শেষে এটি ক্যাপ কার্নিভালের কাছে হস্তান্তর করবে। স্যাটেলাইট প্রকল্প পরিচালক গোলাম রাজ্জাক বলেন, চূড়ান্ত পর্যায়ে উৎক্ষেপণের আগে উৎক্ষেপণ প্যাডে প্রস্তুতির জন্য প্রায় দু’মাস সময় প্রয়োজন। তবে যথাসময়ে এটি উৎক্ষেপণ করার ব্যাপারে তিনি আশাপ্রকাশ করেন। প্রতিমন্ত্রী বলেন, গ্রাউন্ড স্টেশনের প্রায় ৪০ ভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ শীঘ্রই সম্পন্ন হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
×