ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যান্ডেলার হাইটেক স্বপ্ন

প্রকাশিত: ০৬:০৯, ২২ অক্টোবর ২০১৬

ম্যান্ডেলার হাইটেক স্বপ্ন

দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের অধিকার আদায়ের অবিসংবাদিত নেতা ড. নেলসন ম্যান্ডেলার স্মৃতি জাগরুক রাখতে জোহানেসবার্গ শহরে তৈরি হচ্ছে একটি শিশু হাসপাতাল। এর নাম রাখা হয়েছে ‘নেলসন ম্যান্ডেলা চিলড্রেন্স’ হসপিটাল। তার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এটি উদ্বোধন হওয়ার কথা। টেকনোলজির প্রতি ম্যান্ডেলার যে আগ্রহ ছিল সে বিষয়টি মাথায় রেখেই হাসপাতালটিকে সর্বশেষ হাইটেক সমৃদ্ধ করা হয়েছে, নেলসন ম্যান্ডেলা ট্রাস্টের সিইও বঙ্গি খাবেলা একথা জানিয়েছেন। হাসপাতালের অপারেশন থিয়েটারের ক্যামেরাগুলো অন্য হাসপাতালেও ছবি পাঠাবে। যেন প্রয়োজনে চিকিৎসকরা অন্য হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারেন। পুরো দেশজুড়ে মেডিক্যালের শিক্ষার্র্থীরাও এসব ভিডিও ব্যবহার করতে পারবে। সাব সাহারাসহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলের অপুষ্টির শিকার ও রুগ্ন শিশুদের চিকিৎসা সেবা দেয়ার জন্য হাসপাতালটি প্রতিষ্ঠা করা হচ্ছে। হাসপাতাল নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৭ লাখ ডলার। কিডস ফর কিডস নামে একটি দাতব্য সংস্থা অধিকাংশ তহবিল সংগ্রহ করে দিয়েছে। -টাইমস
×