ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৬:০৮, ২২ অক্টোবর ২০১৬

আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে ॥ ও. কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের ২০ তম সম্মেলনে সাধারণ সম্পাদক কে হচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অনেকটা কৌশলী জবাব দিয়েছেন দলের সভাপতিম-লীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে তিনি বলেন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ বৈঠকের পরে ওবায়দুল কাদের দলের পরবর্তী সাধারণ সম্পাদক হচ্ছেন বলে চারদিকে আলোচনা শুরু হয়। এরই মধ্যে শুক্রবার বেলা এগারোটায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ঢাকা ও ঢাকার আশপাশে তাকিয়ে দেখুন কেউ পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করছে না। এটা করে নেতাকর্মীরা শেখ হাসিনার মুখ রক্ষা করেছেন। এ জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, শনিবার সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন শেখ হাসিনা। শেখ হাসিনাসহ আমরা সবাই এই সম্মেলনের জন্য প্রস্তুত। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। ২ হাজার স্বেচ্ছাসেবক ও ২শ’ নারী কর্মী সর্ববৃহৎ ও বর্ণাঢ্য সম্মেলনের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপি। সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক এমপি, মির্জা আজম এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি ও সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্না।
×