ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবহাওয়ার বিচিত্র রূপ- দিনে গরম ভোরে শিশির

প্রকাশিত: ০৬:০৮, ২২ অক্টোবর ২০১৬

আবহাওয়ার  বিচিত্র রূপ- দিনে গরম ভোরে শিশির

সমুদ্র হক ॥ এক অন্যরকম আবহাওয়া বিরাজ করছে হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে। হেমন্তের শুরুতে সাধারণত এমনটি হয় না। দিনে অসহনীয় তীব্র গরম। গভীর রাতে তাপ কিছুটা শিথিল হতে না হতেই দ্রুতই বেড়ে যায়। এই উচ্চ তাপমাত্রার মধ্যেই আবার শিশির ঝরছে। ভোরের দিকে কুয়াশাপাত হচ্ছে। গড় তাপমাত্রা গ্রীষ্মের পর্যায়েই থাকছে। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সর্বনিম্ন ২২ থেকে ২৪ ডিগ্রী সেলসিয়াস। কার্তিকের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। সর্বনি¤œ তাপমাত্রা ১৮ ডিগ্রী থেকে ২০ ডিগ্রী সেলসিয়াস। বর্তমানে তাপমাত্রার অস্বাভাবিক হেরফের ঘটেছে। উষ্ণতা কাটছেই না। বগুড়া ও আশপাশের এলাকায় অক্টোবরের প্রথম সপ্তাহে আকস্মিক বর্ষার ধারার মতো বৃষ্টি নেমে আসে। তখন মনেই হয়নি শরতকাল। বৃষ্টির পর সাধারণত প্রকৃতি কিছুটা শীতল হয়। এবার মোটেও তা ছিল না। একদিকে অঝর ধারায় বৃষ্টি সেই সঙ্গে অস্বাভাবিক তাপমাত্রায় জনজীবন কাহিল। এর কয়েকদিন পর কাঁথা বের করতে হয়। দু’দিন না যেতেই কাঁথা বাক্সবন্দী করে সাধারণ মানুষ পূর্ণ গতিতে ইলেকট্রিক ফ্যান চালানো শুরু করে। উচ্চ বিত্ত ও উচ্চ মধ্যবিত্তরা চালান এয়ার কন্ডিশনার। হেমন্তের এক সপ্তাহ হয়ে গেল। তীব্র গরম কাটছেই না। গ্রীষ্মের মতো গরম স্থিতি হয়ে আছে। প্রবীণরা বলছেন, এ বছরের মতো এত গরম তারা কখনও অনুভব করেননি। হেমন্তে তো নয়ই।
×