ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হুইলচেয়ারে বসিয়ে খাদিজার পর্যবেক্ষণ চলছে

প্রকাশিত: ০৬:০৭, ২২ অক্টোবর ২০১৬

হুইলচেয়ারে বসিয়ে  খাদিজার  পর্যবেক্ষণ চলছে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ চাপাতির কোপে গুরুতর আহত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসারত সিলেট সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজার শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে। বর্তমানে চিকিৎসকরা হুইল চেয়ারে বসিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। জ্ঞান আসার পর তিনি পরিবারের সবাইকে চিনতে পারছেন। তবে তার পুরোপুরি সুস্থ হতে এখনও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার বিকেলে খাদিজার সর্বশেষ অবস্থা জানতে চাইলে তার বাবা মাসুক মিয়া বলেন, খাদিজার ডান হাতের অস্ত্রোপচারের পর নতুন করে ব্যান্ডেজ দেয়া হয়েছে। সে ডান হাত ও ডান পা নড়াচড়া করতে পারলেও এখনও বাম হাত ও বাম পা অবশ অবস্থায় রয়েছে। মাথার ডান পাশে আঘাত বেশি লাগার কারণে এমন হচ্ছে বলে চিকিৎসকদের ধারণা। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বাম হাতে অস্ত্রোপচার করা হবে বলে তারা জানিয়েছেন। এদিকে খাদিজার জ্ঞান আসলে শরীরের ব্যথা অনুভব করে সে কান্নাকাটি করছে বলে তার বাবা জানান। খাদিজার খাবার হিসেবে বৃহস্পতিবার অরেঞ্জ জুস ও প্রোটিন খাওয়ানো হয়েছে। মাসুক মিয়া বলেন, খাদিজা যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। এছাড়া শীঘ্রই সে কথা বলতে পারবে বলে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
×