ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিআরইউ’র দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ০১:৪৫, ২১ অক্টোবর ২০১৬

ডিআরইউ’র দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

অনলাইন রিপোর্টার ॥ সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যদিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক সন্তানদের অংশগ্রহণে দিনব্যাপী শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব জাঁকজমকপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। সকালে ডিআরইউ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিকেলে উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীসহ অংশগ্রহণকারী সকল শিশু-কিশোর প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক শেখ সাদী খান ও সঙ্গীত শিল্পী খুরশিদ আলম। বয়সভিত্তিক ‘ক’, ‘খ’ ও‘গ’ এই তিন বিভাগেরই সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ২৭ প্রতিযোগীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা উপহার দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি জামালউদ্দিন। আরো বক্তৃতা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম।
×