ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় দিন শেষে ৭২ রানে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০০:৫৯, ২১ অক্টোবর ২০১৬

দ্বিতীয় দিন শেষে ৭২ রানে পিছিয়ে বাংলাদেশ

অনলাইন রিপোর্টার ॥ ১৩ ওভারের মধ্যে ইংল্যান্ডের ইনিংটাকে গুটিয়ে দিয়ে সকালেই কাজের কাজটি করে রাখেন তাইজুল আর মিরাজ। বোলারদের পর মাঠে নেমে দারুণ ব্যাটিং করতে থাকেন তামিম ও ইমরুল। তামিম ৭৮ ও মাহমুদউল্লাহ ৩৮ রানে আউট হবার দারুণ খেলতে থাকেন মুশফিক। তবে দিনের খেলা শেষ হবার মাত্র দুই ওভার আগে ৪৮ রান করে বিদায় নেন টেস্ট দলপতি। দুইরানের আফসোসতো থাকবেই মুশফিকের! দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২১ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ৭২ মাত্র রানে পিছিয়ে আছে টাইগাররা। সাকিব ৩১ রানে অপরাজিত রয়েছে। তার সাথে রয়েছেন শফিউল ইসলাম। তামিম, মুশফিক, রিয়াদরা আউট হলেও দিনটি বাংলাদেশেরই। কারণ ২৯ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সেখান থেকে ৫ উইকেটে ২২১ রানকে দারুণই বলতে হবে। ব্যাটিংয়ে নেমে গ্যারেথ বাটি, ক্রিস উকস আর স্টুয়ার্ট ব্রডদের দারুণভাবে মোকাবেলা করেন দুই টাইগার ওপেনার। তবে লাঞ্চের আগে মঈন আলীর করা প্রথম ওভারে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলে ইমরুলকে বোল্ড করেন মঈন। এরপর পঞ্চম বলে দ্রুতগতির বলটা স্বাভাবিকের চেয়ে বেশি লাফিয়ে ওঠায় সামলাতে পারেননি মমিনুল। সিলি পয়েন্টে স্টোকসকে ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান। ২ উইকেট হারিয়ে ২৯ রান নিয়ে মধ্যাহ্নভোজে যায় বাংলাদেশ। ইমরুল ২১ আর মমিনুল কোনো রান করেই প্যাভিলিয়নে ফিরেন। লাঞ্চ থেকে ফিরে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বাংলাদেশের স্কোরটাকে এগিয়ে নিয়ে যান তামিম ইকবাল। এর আগে ইংলিশদের বিপক্ষে নবম ইনিংসে এসে পঞ্চম অর্ধশতকের দেখা পান তামিম ইকবাল। দলীয় ১১৯ রানে আদিল রশীদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ১৬৫ রানে আর রক্ষা পাননি তামিম। গ্যারেথ বাটির বল তামিমের ব্যাট ছুঁয়ে জমা হয় জনি বেয়ারস্টোর গ্লাভসে। আউট হবার আগে ১৭৯ বলে ৭৮ রান করেন তামিম। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৯৩ রানেই থামিয়ে দেয় বাংলাদেশ। গতকাল ৫ উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজ আজ আরো একটি উইকেট নিয়েছেন। গতকালের ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের মমিনুলের তালুবন্দী হয়ে ফেরেন ক্রিস ওকস। ৩৬ রান করেন এই ইংলিশ অলরাউন্ডার। এরপর আদিল রশীদকেও ফেরান বামহাতি তাইজুল। সাব্বির রহমানের দারুন এক ক্যাচে ফিরে যান উকস। এরপর স্টুয়ার্ট ব্রডকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে ইংল্যান্ডকে গুটিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।
×