ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মই বেয়ে ওপরে উঠে ব্রিজ পারাপার!

প্রকাশিত: ০০:৩৫, ২১ অক্টোবর ২০১৬

মই বেয়ে ওপরে উঠে ব্রিজ পারাপার!

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ॥ নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ীতে ছোট যমুনা নদীর ওপর ঝুঁকি নিয়ে কাঠের সিড়ি বেয়ে নির্মানাধীণ ব্রিজের ওপর দিয়ে নদী পার হচ্ছেন জনসাধারণ। দীর্ঘদিন ধরে সেখানে একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে। এদিকে পারসোমবাড়ী খেয়া ঘাটে পারাপার বন্ধ থাকায় এমন ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে এলাকার লোকজনকে। প্রায় ১শ’ বছর থেকে পারসোমবাড়ী খেয়া ঘাটে নৌকা দিয়ে প্রতিদিন বদলগাছী উপজেলার চারটি ইউনিয়নের (কোলা, বিলাশবাড়ী, আধাইপুর এবং বালুভরা ইউনিয়ন) প্রায় লক্ষাধিক মানুষ এ খেয়া ঘাটে নৌকা দিয়ে পারাপার হয়ে জেলা শহর নওগাঁয় যাতায়াত করেন। নতুন ইজারাদারকে ঘাট ইজারা দেয়ায় টোল আদায়কে কেন্দ্র করে এক পর্যায়ে খেয়াঘাটটি বন্ধ করে দেয়া হয়। এতে চরম দূর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সপ্তাহে দু’দিন পারসোমবাড়ী হাট বসে। স্থানীয় কৃষকদের উৎপাদিত শাকসবজি ও ধানসহ অন্যান্য ফসল নদী পার হয়ে বাজারে বিক্রি করতে আসতেও দূর্ভোগে পড়তে হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সময়মতো নদী পার হতে না পেরে ক্লাসে উপস্থিত হতে পারছেনা যথাসময়ে। এদিকে ছোট যমুনা নদীর ওপর পারসোমবাড়ীতে একটি ব্রিজ নির্মাণ কাজ চলছে। ব্রিজটি সম্পন্ন হতে এখনও প্রায় ৬ মাসের মতো সময় লাগতে পারে। এ অবস্থায় নির্মাণ শ্রমিকরা একটি কাঠের সিঁড়ি (মই) তৈরী করেছেন। সেই সিঁড়ি বেয়ে নির্মানাধীণ ব্রিজের ওপর দিয়ে নদী পার হচ্ছেন লোকজন। অনেকে সাইকেল ঘাড়ে করে পার হচ্ছেন। অনেকে আবার মোটরসাইকেল এপাড়ে রেখে অপর পাড়ে হাট করছেন। বালুভরা-বিলাশবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রঞ্জু আলম বলেন ‘একা মানুষ আমি, ইউএনও স্যারের সঙ্গে বসে খেয়াঘাটটি লীজ দেয়া হয়েছে। সেখান থেকে যা আয় হয় তা রাজস্ব খাতে জমা হয়’। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত বলেন, সরকারি রেটে টোল আদায় করতে বলার কারনে ওরা পারাপারে অপারগতা প্রকাশ করায় খেয়াঘাটে পারাপার বন্ধ রয়েছে।
×