ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আগামীকাল সময়ের ‘শেষ সংলাপ’

প্রকাশিত: ২৩:৫৬, ২১ অক্টোবর ২০১৬

গঙ্গা-যমুনা নাট্যোৎসবে আগামীকাল সময়ের ‘শেষ সংলাপ’

স্টাফ রিপোর্টার ॥ গঙ্গা-যমুনা নাট্যোৎসবের দ্বিতীয় দিন আগামীকাল শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে সময় নাট্যদলের ২৯ তম প্রযোজনা নাটক ‘শেষ সংলাপ’। মিশরীয় নাট্যকার তাওফিক আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ নাটকের বাংলা অনুবাদ ‘শেষ সংলাপ’। নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। নাটক সম্পর্কে নির্দেশক জানান, ত্রয়োদশ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত মিসরে মামলুক বংশ শাসন করতো। মামলুক বংশের শাসকরা অধিকাংশই ছিলেন তুর্কি ক্রীতদাস। তেমন এক ক্রীতদাস সুলতানকে নিয়ে তাওফিক আল হাকিমের ‘শেষ সংলাপ’ নাটকের অখ্যানভাগ গড়ে উঠেছে। মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তাঁর পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশত: মৃত্যুকালে তিনি তাঁর মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনী পদ্ধতিতে অথবা অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবে সুলতান? এই সমস্যারই এক জটিল শিল্পিত রসায়ন ‘শেষ সংলাপ’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রুমা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি, রিংকু, মৌসুমী, সোনিয়া, পৃথিবী প্রমূখ।
×