ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দারুণ ইনিংস খেলে ফিরলেন তামিম

প্রকাশিত: ২৩:০৭, ২১ অক্টোবর ২০১৬

দারুণ ইনিংস খেলে ফিরলেন তামিম

অনলাইন রিপোর্টার ॥ ইংল্যান্ডকে ২৯৩ রানে থামিয়ে দিয়ে বোলাররা তাদের কাজটা ভালোমতোই করেছেন। এবার পালা ব্যাটসম্যানদের। সেই কাজটাও বেশ ভালোভাবেই করে চলছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। গ্যারেথ বাটি, ক্রিস উকস আর স্টুয়ার্ট ব্রডদের দারুণভাবে মোকাবেলা করেন দুই টাইগার ওপেনার। তবে লাঞ্চের আগের ওভারে মঈন আলীর করা প্রথম ওভারেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলে ইমরুলকে বোল্ড করেন মঈন। এরপর পঞ্চম বলে দ্রুতগতির বলটা স্বাভাবিকের চেয়ে বেশি লাফিয়ে ওঠায় সামলাতে পারেননি মমিনুল। স্টোকসকে ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান। ২ উইকেট হারিয়ে ২৯ রান নিয়ে মধ্যাহ্নভোজে যায় বাংলাদেশ। ইমরুল ২১ আর মমিনুল কোনো রান করেই প্যাভিলিয়নে ফেরেছেন। লাঞ্চ থেকে ফিরে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বাংলাদেশের স্কোরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল। দুজনের ব্যাটে দলের স্কোর ১০০ পেরিয়ে যায়। তামিম তুলে নেন ক্যারিয়ারের ১৯তম টেস্ট ফিফটি। চা বিরতির আগে আদিল রশিদের বলে স্লিপে জো রুটকে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদউল্লাহ। আর তাতে ভেঙে যায় ৯০ রানের বড় জুটি। ৬৬ বলে ৩টি চারে মাহমুদউল্লাহ করেন ৩৮ রান। মাহমুদউল্লাহর বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তবে দারুণ এক ইনিংসের পর ইংল্যান্ডের চতুর্থ শিকার হিসেবে ফিরতে হয়েছে তামিমকে। তামিম করেছেন ৭৮ রান। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫৯ ওভার শেষে চার উইকেটে ১৭৭ রান। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৯৩ রানেই থামিয়ে দেয় বাংলাদেশ। গতকাল ৫ উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজ আজ আরো একটি উইকেট নিয়েছেন। গতকালের ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুতেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের মমিনুলের তালুবন্দী হয়ে ফেরেন ক্রিস ওকস। ৩৬ রান করেন এই ইংলিশ অলরাউন্ডার। এরপর আদিল রশীদকেও ফেরান বামহাতি তাইজুল। সাব্বির রহমানের দারুন এক ক্যাচে ফিরে যান উকস। এরপর স্টুয়ার্ট ব্রডকে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত করে ইংল্যান্ডকে গুটিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।
×