ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় নিহত জঙ্গি রহমানই নব্য জেএমবির প্রধান: র‌্যাব

প্রকাশিত: ২২:৪৩, ২১ অক্টোবর ২০১৬

আশুলিয়ায় নিহত জঙ্গি রহমানই নব্য জেএমবির প্রধান: র‌্যাব

অনলাইন রিপোর্টার ॥ র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, .ঢাকার আশুলিয়ায় র‌্যাবের অভিযানে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে নিহত আব্দুর রহমানের প্রকৃত নাম সারোয়ার জাহান। সে নব্য জেএমবির প্রধান। তার সাংগঠনিক নাম শাইখ আবু ইব্রাহিম আল হানিফ। শুক্রবার সকাল ১১টায় রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের নতুন মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ কথা বলেন তিনি। র‌্যাব প্রধান বলেন, ঢাকার আশুলিয়ার বাইপাইলের জেএমবির জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে নিহত আব্দুর রহমানের প্রকৃত পরিচয় জানার চেষ্টা করা হয়। ওই আস্তানা থেকে উদ্ধার হওয়া আব্দুর রহমানের ন্যাশনাল আইডি কার্ড ও পাসপোর্ট পাওয়া যায়। সেই সূত্র ধরে অনুসন্ধান চালানো হয়। বেনজীর আহমেদ বলেন, এক পর্যায়ে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তার প্রকৃত নাম সারোয়ার জাহান। বাড়ি চাপাইনবাবগঞ্জের ভোলাহাটে। তার বাবার নাম আব্দুল মান্নান। মায়ের নাম সালেহা খাতুন। সে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে। তার তিন সন্তান। প্রথম পক্ষের দুটি ও দ্বিতীয়পক্ষে একটি সন্তান রয়েছে। র‌্যাব প্রধান বলেন, ১৯৯৮ সালে সারোয়ার বাড়ি ছেড়ে নাচোলে একটি কওমি মাদ্রাসায় ভর্তি হয়। এরপর থেকে সে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে। ২০০৩ সালে চাপাইনবাবগঞ্জে বাংলা ভাইয়ের নেতৃত্বে একদল জঙ্গি পুলিশের ওপর হামলা চালিয়ে তিন অস্ত্র লুট করে। পরে এ ঘটনা মামলা হলে পুলিশ ৩৩ জনকে গ্রেফতার করে। এর মধ্যে সারোয়ার জাহান ছিল। সে ওই মামলার ৭ নং আসামি। এর আগে বৃহস্পতিবার রাতে সারোয়ার জাহানের দুই সহযোগী নাসির আহমেদ নয়ন ও হাসিবুল হাসানকে ২৭ লাখ ৭০ হাজার টাকাসহ আটক করে র‌্যাব। গত ৮ অক্টোবর আশুলিয়ার বাইপাইলের নব্য জেএমবির একটি জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আবদুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
×