ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশেষ অডিটর নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের, আরও বেকায়দায় বোর্ড

প্রকাশিত: ২০:৫১, ২১ অক্টোবর ২০১৬

বিশেষ অডিটর নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের, আরও বেকায়দায় বোর্ড

অনলাইন ডেস্ক ॥ বিসিসিআই-এর অ্যাকাউন্ট স্ক্রুটিনির জন্য বিশেষ অডিটর নিয়োগের জন্য লোঢা কমিটিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বোর্ডের আর্থিক লেনদেনের সীমাও বেঁধে দিল শীর্ষ আদালত। ফলে বোর্ড আরও বেকায়দায় পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। লোঢা সংস্কার নিয়ে গত ১৮ জুলাই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা কী ভাবে এবং কত দিনের মধ্যে কার্যকর করা হবে তা নিয়ে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শিরকে-কে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে একটি হলফনামা দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ব্যক্তিগত ভাবে অনুরাগ ঠাকুরকে লোঢা কমিটির কাছে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্যও এ দিন নির্দেশ দিয়েছে শীর্য আদালত। লোঢা সংস্কার নিয়ে গত ১৮ জুলাই সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর তা পুরোপুরি ভাবে কার্যকর করতে অস্বীকার করে বোর্ড। বেশ কয়েকটি সংস্কার মেনে নিলেও এক রাজ্য এক ভোট, ন’বছরের বেশি বোর্ডের প্রশাসনিক পদে না থাকা বা সত্তরোর্ধ্ব কর্তাদের বিদায় দেওয়ার মতো আমূল পরিবর্তনের ক্ষেত্রে অনড় থেকেছেন অনুরাগ অ্যান্ড কোম্পানি। তাঁদের দাবি, এতে বোর্ডের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×