ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হাইমার আঘাতে ফিলিপাইনে নিহত ১২

প্রকাশিত: ২০:৪৫, ২১ অক্টোবর ২০১৬

হাইমার আঘাতে ফিলিপাইনে নিহত ১২

অনলাইন ডেস্ক॥ ফিলিপাইনে টাইফুন হাইমার আঘাতে ১২ জন নিহত হয়েছে। শুক্রবার রাজধানী ম্যানিলায় দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তারা হাইমার আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের চেষ্টা করছেন। তবে দেশটির উত্তরের প্রদেশগুলিতে কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। জাতীয় দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা কাউন্সিলের প্রধান রিকার্ডো জালাদ জানিয়েছেন, নিহতদের মধ্যে আটজন করডিল্লেরা অঞ্চলের বাসিন্দা। প্রাদেশিক গভর্নর ম্যানুয়েল মাম্বা জানিয়েছেন, বুধবার ঘন্টা ২২৫ কিলোমিটার গতি নিয়ে কাগায়ান এলাকায় আঘাত হানে সুপার টাইফুন হাইমার। প্রবল বাতাস ও বৃষ্টিপাতের কারণে এ অঞ্চলের ৫০ থেকে ৬০ হাজার হেক্টর ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। ২০১৩ সালে দেশটিতে আঘাত হানা টাইফুন ‘হাইয়ানের’ উল্লেখ করে তিনি বলেন, ‘ মনে হচ্ছিল আরেকটি ইয়োলান্ডা আঘাত হেনেছে।’ প্রসঙ্গত, হাইয়ানের আঘাতে ওই সময় ৬ হাজার লোকের মৃত্যু হয়েছিল। এদিকে, টাইফুনটির গতিপথ পরিবর্তিত হয়ে এখন এটি হংকংয়ের দিকে যাচ্ছে। টাইফুন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, ‘দুপুর নাগাদ হাইমা হংকংয়ের কাছাকাছি অবস্থান নেবে। এটি ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে হংকং উপকূলের দিকে যাচ্ছে।’
×