ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জাপানে ৬.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

প্রকাশিত: ১৯:৩৪, ২১ অক্টোবর ২০১৬

জাপানে ৬.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক ॥ আজ শুক্রবার জাপান সময় ২ টা পশ্চিম অঞ্চলের শহর তত্তরিতে আঘাত আনল এই শক্তি শালী ভূমিকম্প । রিটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬ তবে কোন সুনামি সতর্কতা জারি করা হয় নাই। ভূমিকম্পের উত্তপ্তি স্থল ছিল ভুমি থেকে ১০ কিলোমিটার গভীরে এবং যা ১০ সেকেন্ড স্থায়ী ছিল। বুলেট ট্রেন এবং লোকাল ট্রেন কিছু সময় এর জন্য বন্ধ করে দেওয়া হয়। লোকাল এয়ারপোর্ট থেকে প্লেন উঠা নামা সময়িক বন্ধ ছিল। হাইওয়েতে ক্ষয় ক্ষতি পরিমাণ এখন ও জানা যাই নাই । অনুসন্ধান দল কাজ করছে ক্ষয় ক্ষতি পরিমাণ এর জন্য । ভূমিকম্পের উত্তপ্তি স্থলের খুব কাছে শিমানে পারমাণবিক শক্তি কেন্দ্র অবস্থান ছিল । তবে কোন তেস্ক্রিয়তা নির্গমন হয়নি বলে জানিয়েছে সেখান কার কর্তৃপক্ষ । তত্তরি শহর এর ৩০০০০ বাড়ি কিছু সময় এর জন্য বিদ্যুত বিহীন অবস্থায় ছিল।
×