ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জেএমবির অর্থদাতা আবদুর রহমানের দুই সহযোগী গ্রেপ্তার

প্রকাশিত: ১৯:১৩, ২১ অক্টোবর ২০১৬

জেএমবির অর্থদাতা আবদুর রহমানের দুই সহযোগী গ্রেপ্তার

অনলাইন রিপোর্টার॥ জেএমবির আবদুর রহমান ওরফে সারওয়ার জাহান ওরফে শায়খ আবু ইব্রাহিম আল হানিফের ঘনিষ্ঠ সহযোগী নাফিস আহমেদ নয়ন ও হাসিবুল হাসানকে ২৭ লাখ ৭০ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের অভিযোগ-তারা অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। এ বিষয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে র‌্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে। র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৮ অক্টোবর সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলে আমীর মৃধার পাঁচতলা ভবন 'মৃধা ভিলায়' অভিযান চালায় র‌্যাব। অভিযানের সময় পাঁচতলা থেকে লাফিয়ে আহত হন 'নব্য জেএমবির' সদস্য আব্দুর রহমান আয়নাল ওরফে নাজমুল হক ওরফে বাবু। পরে তার মৃত্যু হয়। সেখান থেকে থেকে নগদ ৩০ লাখ টাকা, গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল, অত্যাধুনিক মোবাইল জ্যামার,অনেকগুলো ধারালো ছুরি, চাপাতি, জিহাদী বই, কম্পিউটার সিপিইউ, ওয়াটার প্রুফ ক্যামেরা উদ্ধার করা হয়।
×