ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রাকচাপায় হেলপারের মৃত্যু, কিশোরী ধর্ষিত

প্রকাশিত: ০৮:২৭, ২১ অক্টোবর ২০১৬

রাজধানীতে ট্রাকচাপায় হেলপারের মৃত্যু, কিশোরী ধর্ষিত

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বাবুবাজারে ট্রাকচাপায় ইসমাইল হোসেন (২৩) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় বিস্কুট খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে। কাফরুলে প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়ী ও বংশালে গুলিভর্তি অবৈধ অস্ত্র ও হেরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাবুবাজার ব্রিজের কাছে ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করেন তার মা বিউটি বেগম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়। দুই শিশু অসুস্থ ॥ তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় বিস্কুট খেয়ে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে। এরা হলো- সাড়ে তিন বছরের শিশু রাব্বী ও তার খালাত বোন আড়াই বছরের ইলমা। পরে তাদের ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ॥ কাফরুলে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে শাওন (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ধর্ষিত ওই কিশোরীকে ঢাকা মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়েছে। গুলিভর্তি অস্ত্র ও হেরোইনসহ আটক ৪ ॥ যাত্রাবাড়ীতে গুলিভর্তি দুই অবৈধ অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলো আলমগীর (২০), শাহেদ (২১) ও সুমন মিয়া (৩২)। আটক আলমগীর ও শাহেদের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে আর সুমনের বাড়ি যাত্রাবাড়ীতে। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬৫ পিস্তল ও সাত রাউন্ড গুলিভর্তি রিভলবার উদ্ধার করা হয়।
×