ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদেশ যাওয়ার চেষ্টা!

কন্টেনারের মধ্যে ১২ দিন- চট্টগ্রাম থেকে ভারতের বিশাখাপত্তমে

প্রকাশিত: ০৮:২৪, ২১ অক্টোবর ২০১৬

 কন্টেনারের মধ্যে ১২ দিন- চট্টগ্রাম  থেকে ভারতের  বিশাখাপত্তমে

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম বন্দরে চট্টগ্রাম থেকে যাওয়া একটি কন্টেনার খুলে এক বাংলাদেশীকে উদ্ধার করা হয়েছে। রোহান হোসেন নামে ওই ব্যক্তি ১২ দিন আগে চট্টগ্রাম বন্দরে খালি কন্টেনারে ঢুকেছিলেন। তিনি বর্তমানে ভারতীয় পুলিশের তত্ত্বাবধানে বিশাখাপত্তমের কিং জর্জ হাসপাতালে চিকিৎসাধীন। খবর দ্য হিন্দু ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের। রোহানের বিষয়ে বিশাখাপত্তমের ওয়ান টাউন পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেন, তার বাড়ি মুন্সীগঞ্জে। সুস্থ হলে তাকে বাড়ি পাঠানো হবে। অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষার চ্যানেল টিভি নাইন ও এনডিটিভিতে রোহানের সাক্ষাতকারও সম্প্রচার হয়েছে। এনভিটিভিতে তাকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘কন্টেনার মে আটকা পর যায়ে গা। বারা দিন পর কন্টেনার সে বের হইছি আজকে।’ পেশা জানতে চাইলে রোহান বলেন, ‘ঢাকা মে এসি টেকনিশিয়ান।’ টিভি নাইনকে রোহান বলেন, ‘কোন এক ব্যক্তি তাকে কন্টেনারে উঠে শুয়ে পড়তে বলে। কারণ তা না হলে গাড়ি (কন্টেনার ওঠা-নামা করানোর যন্ত্র) ধাক্কা দিলে পড়ে গিয়ে ব্যথা পাব। কন্টেনারে উঠে ঘুমিয়ে যেতে বলে। আরও বলে, ১০-১২ দিন পর টার্মিনাল থেকে বের হওয়া যাবে।’ খালি কন্টেনারটি বিশাখাপত্তমভিত্তিক সামসারা শিপিং লিমিটেডের নামে আনা হয়েছিল বলে ভারতীয় পত্রিকা দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়। বিশাখাপত্তম পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়, বন্দরের বিশাখা কন্টেনার প্রাইভেট লিমিটেডের (ভিসিটিপিএল) কর্মকর্তারা কন্টেনারের ভেতরে রোহানের সন্ধান পান। পরে পুলিশ এসে কন্টেনার খুলে রোহানকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে। এর আগে ২০১৪ সালের ১৪ জুন চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটি থেকে জসিম উদ্দিন (১৯) নামে একজনকে গ্রেফতারের পর ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বন্দরে রাখা একটি খালি কন্টেনার থেকে বেরিয়ে জাহাজে ওঠার চেষ্টাকালে ধরা পড়েন তিনি। জাহাজে চড়ে বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন তিনি।
×