ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্লট বরাদ্দে দুর্নীতি

মির্জা আব্বাসসহ ৩ জনের বিচার শুরু

প্রকাশিত: ০৮:১৪, ২১ অক্টোবর ২০১৬

মির্জা আব্বাসসহ ৩ জনের  বিচার শুরু

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির নামে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসসহ ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন করে আগামী ১ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা ৪ নম্বর আদালতের বিশেষ জজ আমিনুল ইসলাম এই আদেশ দেন। চার্জশীটের অপর ২ আসামি হলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার। আদালত একই সঙ্গে দুই আসামিকে অব্যাহতি দেয়। এরা হলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান। ১৯১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় বিএনপি নেতা ও সাবেক গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসসহ অন্যদের নামে মামলাটি দায়ের করে দুদক। ’১৫ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সাংবাদিক সমিতিকে বাজার মূল্যের চেয়ে কম দামে প্লট বরাদ্দ দেয়। এতে সরকারের ১৮ কোটি ৯১ লাখ টাকা মূল্যের সাত একর সরকারী সম্পত্তি মাত্র ৩ কোটি ৩৮ লাখ টাকায় বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ টাকা ক্ষতি করে আসামিরা আত্মসাত করেন।
×