ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোড়া লাগা সেই যমজ শিশু মারা গেছে

প্রকাশিত: ০৮:১৩, ২১ অক্টোবর ২০১৬

জোড়া লাগা সেই যমজ শিশু মারা গেছে

স্টাফ রিপোর্টার ॥ মারা গেল সেই জোড়া লাগানো যমজ শিশু। বুধবার রাত তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ইনকিউবিটরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই জোড়া যমজ। জন্মের পরপরই ঢামেকে ফেলে পালিয়ে গিয়েছিল স্বজনরা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই যমজের চিকিৎসার দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দেন। পরবর্তীতে এই যমজের চিকিৎসায় গঠিত হয় মেডিক্যাল বোর্ড। পেডিয়াট্রিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শাহনুর ইসলাম বৃহস্পতিবার এই জোড়ালাগা যমজ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাদের মাথা থেকে বুক পর্যন্ত জোড়া লাগান ছিল। এদিকে অপর জোড়ালাগা গাইবান্ধা যমজের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডাঃ শাহনুর। শিশু দুটিকে সফলভাবে আলাদা করা হয়েছে। এখন পর্যন্ত শিশু দুটি ভাল রয়েছে। শিশু দু’টির মাথা ও কোমর জোড়ালাগানো। গত ১৫ অক্টোবর গাইবান্ধা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) এমন দু’টি নবজাতক মেয়েকে ভর্তি করা হয়।
×