ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মননে মাটিতে চিন্তার চাষাবাদ

প্রকাশিত: ০৬:৪৪, ২১ অক্টোবর ২০১৬

মননে মাটিতে চিন্তার চাষাবাদ

একুশের প্রথম কবি মাহবুব উল আলম চৌধুরী ১৯৫০ খ্রিস্টাব্দে দাঙ্গাবিরোধী কাগজ ‘সীমান্ত’ প্রকাশের মাধ্যমে পূর্বপাকিস্তানে সর্বপ্রথম কোন মর্যাদাবান সাহিত্যপত্রের সূচনা করেন। তারই ধারাবাহিকতায় ষাট-সত্তরের দিকে বেশকিছু প্রতিনিধিত্বশীল কাগজের দেখা পাই আমরা। তারপর অনেকটা ঝিমিয়ে পড়লেও ছোটকাগজ প্রকাশনা একেবারেই জাদুঘরে উঠে যায়নি। মানের দিক থেকে উত্থানপতন ঘটেছে বৈকি, প্রকাশনা বন্ধ হয়নি। সারাদেশে এখনও অজস্র-অগণন ছোটকাগজের প্রকাশনা সাহিত্যানুরাগীদের উৎসাহিত করে। কবি সৌম্য সালেক সম্পাদিত ‘চাষারু’ নামের সাহিত্যম্যাগাজিনটিও সে ধারাবাহিকতার অন্যতম সারথি। বর্ধিত কলেবরে এবং ‘মননে মাটিতে চিন্তার চাষাবাদ’ সেøাগানকে ধারণ করে ৬ষ্ঠ বারের মতো প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের এই কাগজটি। নবীন-প্রবীণদের আবাদভূমি ‘চাষারু’র চলতি সংখ্যায় ব্যাঙ্গালোরে বাংলাদেশের অবস্থান কতটা গ্রহণযোগ্য সে সম্পর্কে প্রবন্ধ লিখেছেন শান্তনু কায়সার এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনে আলী আকবর খানের ভূমিকা কতটা নিবিড় সে সম্পর্কে সবিস্তারে লিখেছেন শান্তিরঞ্জন ভৌমিক। বাঙালী জাতির মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্পর্কে জনসমাজের অন্তরের ভাষ্য তুলে ধরেছেন মামুন সিদ্দিকী। এ সংখ্যায় আরও প্রবন্ধ লিখেছেন আহমেদ মাওলা ও পীযূষ কান্তি বড়–য়া। ভ্রমণ কাহিনী লিখেছেন কাজী শাহাদাত। অল্প কটি কবিতা বাদ দিলে চাষারুর চলতি সংখ্যার প্রায় প্রত্যেকটি কবিতাই অত্যন্ত চমৎকার। বিভিন্ন দশকের কবিদের অভিজ্ঞতা, ভাষা, প্রকরণ ও উপস্থাপনশৈলিতে অনেক বিচিত্র বিষয়াশয় ধরা পড়ে। কবিতা লিখেছেনÑ হাসান হাফিজ, ইসহাক সিদ্দিকী, ইকবাল আনোয়ার, বীরেন মুখার্জী, সুমন মাহতাব, দীপ্র আজাদ কাজল, চাণক্য বাড়ৈ, মনসুর আজিজ, সাজিদুল হক, রিজোয়ান মাহমুদ, আইউব সৈয়দ, জাহিদ সোহাগ, হাসান হাবিব, আহমেদ মোসলেহ, এম এল রহমান, খালেদ রাহী, খালেদ চৌধুরী, মাহফুজ রিপন, সানাউল্লাহ সাগর, জিয়াবুল ইবন, সৌম্য সালেক, ইকবাল পারভেজ, রইস মুকুল, এস এম জয়নাল আবেদীন, শাহীন রেজা রাসেল, জসীম মেহেদী, মুহাম্মদ ফরিদ হাসান, কাদের পলাশ, কমরুদ্দিন আহমদ, ইকবাল মাহফুজ, আশিক বিন রহিম, সুমন মাহমুদ, সাদি শাশ্বত, ইলিয়াস বাবর, কবির হোসেন মিজি, মুনশি আলিম, সালেহীন বিপ্লব, কায়েস সৈয়দ, আবু জাফর সৈকত, ইয়াহু তাপু, মাইনুল ইসলাম মানিক, সুমন কুমার দত্ত, সাইদ হীরা, পীযূষ কান্তি রায় চৌধুরী, আকিব সিকদার, রণজিৎ চন্দ্র রায় ও আবুল বাসার। তাছাড়া অমর কথাশিল্পী শওকত ওসমানের ক্রীতদাসের হাসি গ্রন্থের দীর্ঘ আলোচনা তুলে ধরেছেন অমৃত ফরহাদ। এ সংখ্যায় কোন গল্প প্রকাশ করা হয়নি। হলে বিশেষ ক্ষতি হতো না। আগামী সংখ্যায় গল্প, মুক্তগদ্য এবং অনুবাদ সাহিত্য অন্তর্ভুক্ত করা হলে কাগজটি আরও বেশি সমৃদ্ধ হবে বলেই ধারণা করি। জিলানী আলমের চমৎকার প্রচ্ছদসজ্জিত চাষারুর চলতি সংখ্যার মূল্য ধরা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা। রফিকুজ্জামান রণি
×