ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুমন রায়হান

এত আলো থাকা সত্ত্বেও

প্রকাশিত: ০৬:৪৪, ২১ অক্টোবর ২০১৬

এত আলো থাকা সত্ত্বেও

এ যেন নীল আকাশে উড়ে চলা সাদা মেঘের ভেলা তপ্ত দুপুরে হঠাৎ বৃষ্টির খেলা, হৃদয়ের সমস্ত সুরের বীণা বেড়ি দেওয়া কাঁটা তারের বেড়া ডিঙিয়ে ধ্বনিত হয় নবজাতক শিশুর কান্না হয়ে। পৃথিবীতে এত আলো থাকা সত্ত্বেও কালো চশমার ওপাশ থেকে চোখের মধ্যে জন্ম নেওয়া অন্ধকারের প্রতিফলনের কেউ কেউ চলে যায় আরও অন্ধকারে। ঘরের মধ্যে ঝড় হয়ে আলো আর অন্ধকারের খেলা চলে এক্সপ্রেস ট্রেনের শব্দ নিয়ে গন্তব্যের শেষ সীমানায়, দুরন্ত দুর্বার গতিময়তায় লুটপাট হয়ে যায় হৃদয়ের সমস্ত সুরের বীণা।
×