ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুলাল সরকার

মুখ্য বৈতালিক

প্রকাশিত: ০৬:৪৪, ২১ অক্টোবর ২০১৬

মুখ্য বৈতালিক

চলে আসো জীবনের অশেষ চয়ন ক্লান্তিহীন মুখর ব্যঞ্জনা রক্ত গোধূলি থেকে উঠে এসো পরবর্তী দিনের সূচনা মেধাবী বকুল থেকে উঠে এসো ছায়াময় পথের সান্ত¡না; তখন এসো না উঠে পথের গ্রীবার পাশে রুক্ষ প্রত্যয় দীপ্ত দূরের ডাকের জন্য অম্লান অজয় এক দূরগামী নদীর কিনার এক মুখ্য অভ্যুদয় ঘাসের নীলাভ গানে আমাদের জীবনের চারপার্শ্বে এক মুখ্য বৈতালিকসমূহ জীবন। হরপ্পার ছাইগুলো কবিতা লেখে শাহীন মাহমুদ কোন এক বরফের দেশে-হয়তোবা ঝিলম নদীর তীরে আপেল গুল্মগুলো ঘ্রাণ নেয় তোমার শরীরে, হরপ্পার ছাইগুলো কবিতা লেখে-মকমল হৃদয়ের সুগন্ধি হাওয়ায়। কোন এক বিহঙ্গের দেশে-ধূসর কবিতাগুলো নীরব বৃক্ষের নীড়ে, একুশ বছর উম দেয় তোমার শিরীন বুকে। ঘুচেনা তোমার আমৃত্যু বন্ধ্যাত্ব। কথা ছিল ঝিলম নদীর তীরে শীৎকারে ভাসাবো নদী-হাঁটবো দু’জন যেভাবে হাঁসেরা হাটে আনন্দ-জরা স্তূপের হাজার বছর পরে আবার কেন ঝিলম নদীতে ভাসে তোমার স্রাবহীন হুর শরীর।
×