ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরেকটি সংবর্ধনা পেল কৃষ্ণারা

প্রকাশিত: ০৬:৩৭, ২১ অক্টোবর ২০১৬

আরেকটি সংবর্ধনা পেল কৃষ্ণারা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি অনুর্ধ-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব’ আসরে বাংলাদেশ অ-১৬ মহিলা জাতীয় ফুটবল দল অপরজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূলপর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) মহিলা দলকে সংবর্ধনা প্রদান করে। সেখানে দলের ২৩ ফুটবলার ও ৩ কোচকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে দেয়া হয়। সেই সঙ্গে তাদের দেয়া হয় ১টি করে সুদৃশ্য বাইসাইকেল এবং একটি ব্যাগও। সংবর্ধনা অনুষ্ঠানটি বাফুফে ভবনের কনফারেন্স রুমে শুরু হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়। কিন্তু বাফুফের অদক্ষতা-অবহেলায় অনুষ্ঠান শুরু হতে একঘণ্টা দেরি হয়ে যায়। এসএসসি পরীক্ষার মডেল টেস্টে অংশ নেয়ার কারণে সাত ফুটবলার সংবর্ধনা অনুষ্ঠানে হাজির থাকতে পারেনি। এরা হলো : সানজিদা, মারিয়া, রোকসানা, তাসলিমা, নারগিস, জোৎ¯œা এবং শিউলি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, বাফুফে সদস্য ও ওমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ-এর চেয়ারম্যান এম. এ. রউফ, জেপি এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান প্রমুখ। আনিস এ খান বলেন, ‘তোমরা আমাদের সন্তান। ভবিষ্যতের সম্ভাবনা। তোমরা যেন আরও সাফল্য পাও, সেজন্য দেশের সব কর্পোরেট হাউসগুলোরই তোমাদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত। আমরা এখানে এসেছি তোমাদের অনুপ্রেরণা দিতে। আশাকরি তোমরা থাইল্যান্ডে গিয়েও ভাল ফল করবে।’ মহিলা দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের ভাষ্য, ‘এই সংবর্ধনাগুলো আমাদের জন্য প্রেরণাদায়ক। আমাদের ট্রেনিং খুব ভাল হচ্ছে।’ দলের অপর ফুটবলার সিরাত জাহান মৌসুমীর প্রতিক্রিয়া, ‘এমটিবিকে ধন্যবাদ আমাদের সংবর্ধনা দেয়ায়। খুব ভাল লাগল। এতে আমাদের ওপর দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা যেন সফল হই, এজন্য সবার কাছে দোয়া চাই।’ এম এ রউফ বলেন, ‘তোমরা হচ্ছ গোল্ডেন গার্ল। সবাই আমাদের সন্তানের মতো। তোমরা অবশ্যই আরও সাহায্য-সহযোগিতা পাবে। দেশবাসী তোমাদের সঙ্গে আছে। তোমরা শুধু মন দিয়ে পরিশ্রম করে যাও।’ উল্লেখ্য, কদিন আগে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে মহিলা ফুটবল দলকে সংর্বধনার মাধ্যমে আর্থিক পুরস্কারে ভূষিত করে জেমকন গ্রুপ, ক্যাল্ডওয়েল ডেভেলপার্স, সাইফ গ্লোবাল স্পোর্টস। তারা মহিলা দলকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেয় (মোট ৩৯ লাখ টাকা)। এছাড়া এসএস সলিউশনস আগামী এক বছরের জন্য বাংলার বাঘিনীদের মাসিক ভাতা দেয়ার ঘোষণা দেয়। এদিকে অনুর্ধ-১৬ নারী দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বাংলাদেশের এই তারকাদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি।
×