ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক যুগ পিছিয়ে গেল বাংলাদেশের ফুটবল

প্রকাশিত: ০৬:৩৬, ২১ অক্টোবর ২০১৬

এক যুগ পিছিয়ে গেল বাংলাদেশের  ফুটবল

রুমেল খান ॥ আশির দশকে সুদর্শন ও স্মার্ট হিসেবে যে ফুটবলার সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন, তিনি খন্দকার ওয়াসিম ইকবাল। ফুটবলার হিসেবেও ছিলেন নজরকাড়া। ছিলেন সে সময়ের দেশসেরা রাইট উইঙ্গার। ১৯৭৮-১৯৯৩ সাল পর্যন্ত ফুটবল খেলেছেন বিভিন্ন ক্লাবের হয়ে। তবে সুনাম কুড়িয়েছেন ব্রাদার্স ইউনিয়নের হয়েই বেশি। জাতীয় দলেও খেলেছেন স্বমহিমায়। সেই ওয়াসিম জনকণ্ঠের সঙ্গে একান্ত আলাপনে বলেন, ভুটানের কাছে হারটাই বাকি ছিল। এর চেয়ে দুভার্গ্যরে আর কিছু হয় না। একটা দল খারাপ করলে যেমন কোচকে দোষারোপ করা হয় তেমনি দল খারাপ করার জন্য বাফুফেও এর দায়দায়িত্ব এড়াতে পারে না। বর্তমান কমিটির দেখতে দেখতে নয় বছর হয়ে গেল। অথচ বিস্ময়ের ব্যাপারÑ এই সময়ের মধ্যেও তারা নির্দিষ্ট কোন কর্মপন্থা বা ক্যালেন্ডার প্রণয়ন করতে পারেনি। এ প্রসঙ্গে ওয়াসিম বলেন, আগামী তিন বছর আমরা ফিফা-এফসির কোন স্বীকৃত টুর্নামেন্টে খেলতে পারব না। সেই তিন বছর এবং আগের নয় বছর ... সব মিলিয়ে বাংলাদেশের ফুটবল তো আরও পিছিয়ে গেল ১২ বছরের জন্য! এখন নতুন কেউ দায়িত্ব নিলে তাদের তো আবার সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে। বাফুফের বর্তমান কমিটির পদত্যাগ করা উচিত কিনা, এ প্রশ্নের জবাবে ওয়াসিমের ভাষ্য, যতই ব্যর্থতা থাকুক, তারপরও নিজেদের পজিশন না ছাড়ার যে মানসিকতা বাফুফে কর্তাদের দেখছি, সেটা মোটেও ভাল নয়। ফুটবলের এই যে অধোগতি, তারা কি কোন দুঃখ প্রকাশ করেছে? জেলা ফুটবল লীগ সব জেলায় নিয়মিতভাবে হয় না। এজন্য বাফুফে ডিএফএগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারে না। বহু বছর ধরে বন্ধ হয়ে আছে শেরে বাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপ, বিমান কাপ, আগা খান গোল্ডকাপ, প্রেসিডেন্ট গোল্ড-কাপের মতো জনপ্রিয় আসর। এগুলো খেলেই অতীতে অনেক মানসম্পন্ন ফুটবলারের সৃষ্টি হয়েছে। ওয়াসিম আক্ষেপ করে বলেন, আর এখন কটা মানসম্পন্ন ফুটবলার আছে বলতে পারেন? তিনি আরও যোগ করেন, শুনেছি বাফুফে সভাপতি শীঘ্রই নাকি তৃণমূল ফুটবলে জোর দিয়ে আগামী তিন বছরের জন্য পরিকল্পনা প্রণয়ন করবেন। যিনি আগের নয় বছরে যেগুলো করতে পারেননি তিনি আগামী তিন বছরে আর কতটা বাস্তবায়ন করতে পারবেন? এখনকার ফুটবলাররা ষাট লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাচ্ছে। এ প্রসঙ্গে ওয়াসিম বলেন, কিন্তু তারা সত্যিকারের কোয়ালিটি ফুটবলার কিনা, স্কিলফুল ফুটবলার কিনাÑ এ নিয়ে সন্দেহ আছে। আমাদের সময়ে এনায়েত, মঞ্জু, নান্নু, বাবলু ভাইরা যে মানের ফুটবলার ছিলেন, তাতে তো তাদের পারিশ্রমিক হওয়া উচিত ছিল এক থেকে দেড় কোটি টাকা। তিনি আরও জানান, বাফুফের সর্বশেষ নির্বাচনে টাকার খেলা হয়েছে। ভাল ব্যক্তি নয়, ভোট দেয়া হয়েছে গ্রুপ দেখে। সালাউদ্দিনের ভিশন ২০২২ সম্পর্কে ওয়াসিমের মূল্যায়ন, এখন যেভাবে চলছে সেভাবে চললে কোন ভিশন বাস্তবায়ন হওয়া তো দূরের কথা, ফুটবলই বন্ধ হয়ে যাবে। সবশেষে ওয়াসিম বলেন, আমাদের সময়ে আমরা ভুটানের মতো দলকে অনায়াসেই হারাতাম। আজ ওদের কাছে আমরা হারি। এটা দারুণ দুঃখ দেয়। আজকের এই অবস্থানে ভুটানের উঠে আসার পেছনের কারণ হচ্ছে তারা সঠিক কাজ সঠিক সময়ে করে, পরিকল্পনা করে ও তা বাস্তবায়ন করে। আর আমরাও পরিকল্পনা করি, কিন্তু তা বাস্তবায়ন করতে পারি না। এজন্যই আমাদের আজ এই অবস্থা!
×