ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেবব্রত ভৌমিক

‘সাদাকালো রঙের প্রতি টানটা একটু বেশি’ ॥ তারকা ফ্যাশন‘সাদাকালো রঙের প্রতি টানটা একটু বেশি’ ॥ তারকা ফ্যাশন

প্রকাশিত: ০৬:০০, ২১ অক্টোবর ২০১৬

‘সাদাকালো রঙের প্রতি টানটা একটু বেশি’ ॥ তারকা ফ্যাশন‘সাদাকালো রঙের প্রতি টানটা একটু বেশি’ ॥ তারকা ফ্যাশন

কোথা থেকে শপিং করেন? -শপিং খুব কম করি। তবে যা করি দেশের বাইরে থেকেই বেশি শপিং করা হয়। আর ব্র্যান্ডের মধ্যে হুগো বস, ভার্সেস, হাডসন, ডি এন্ড জি, লেভিস এসব থাকে তালিকায়। শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কি পদক্ষেপ নিয়ে থাকেন? -মানুষের জন্য সবার আগে দরকার সুস্থ রাখা। ফ্রি হ্যান্ড এক্সসারসাইজ করি। তবে সেটা প্রয়োজন মনে হলে। কি ধরনের খাবার খেতে পছন্দ করেন? -সব ধরনের খাবারই খাওয়া হয়। এক কথায় বাংলাদেশের যে কোন খাবার। কি ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন? -ক্যাজুয়াল পোশাকই বেশি পরা হয়। তবে পোশাক কিছুটা মুডের উপর এবং উৎসব অনুযায়ী নির্ভর করে। কোন ব্র্যান্ড পারফিউম ব্যবহার করেন সবসময়? -স্যানেল, ক্রুইড ব্র্যান্ডের পারফিউম বেশি ব্যবহার করা হয়। আর সানগ্লাস? -সানগ্লাস প্রায়ই পরা হয়। আর ব্র্যান্ডের মধ্যে রেইব্যান আর ডানহিল বেশি পছন্দের। কোন ধরনের ঘড়ি আপনার পছন্দ? -লেদারের ঘড়ি পছন্দ। যদিও খুব বেশি ঘড়ি পরা হয় না। কোন ফ্যাশন আইকনকে কি ফলো করেন? - নাহ কাউকে ফলো করা হয় না। আপনি কি র‌্যাম্প করেন? - প্রথম প্রথম করেছিলাম তবে এখন র‌্যাম্প করি না। তবে বড় বড় গালা ইভেন্টে স্টেইজ পারফর্ম করা হয়। কি ধরনের জুতা পরতে পছন্দ করেন? - পোশাকের সঙ্গে ম্যাচিং করে জুতা পরা হয়। তাই বলা মুশকিল যে কোন জুতা পছন্দের। ঘুরতে পছন্দ করেন? কোথায় যেতে ভাল লাগে? -ঘুরতে কার না ভালো লাগে বলুন। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না। তবে পছন্দের জন্য দেশের পাশাপাশি বাইরের দেশও রয়েছে। দেশের মধ্যে বান্দরবান, সিলেট বেশ টানে। বাইরের দেশগুলোর মধ্যে নেপাল, গ্রীস এবং আমেরিকা। অবসর সময়ে কি করেন? - সৃজনশীল মানুষদের অবসর নেই বলতে গেলে অবসর কাটে ব্যস্ততায়। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? -নিজেকে সুখী মানুষ হিসেবে দেখতে চাই। প্রিয় মানুষ কে আপনার? -পরিবারের সবাই হচ্ছেন আমার প্রিয় মানুষ। কোন ধরনের রঙের পোশাকের প্রতি কি কোন দুর্বলতা আছে কিনা? -সাদাকালো রঙের প্রতি টানটা একটু বেশিই থাকে সবসময়। ব্যক্তিগতভাবে গাড়ি ব্যবহার করেন? -হুম করা হয় গাড়ির ব্র্যান্ড হোন্ডা সিআরভি। ফ্যাশন বিষয়ে নতুনদের জন্য কিছু বলুন -ফ্যাশন বিষয়টা সম্পূর্ণ নিজের ব্যক্তি স্বাধীনতার অংশ। এখানে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে আমি কেমন পোশাক পরব, কোন পোশাক আমার সঙ্গে ম্যাচ করে। এককথায় ফ্যাশন বিষয়টা হলো পুরোপুরি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা। ছবিঃ আরিফ আহমেদ
×