ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৫, ২১ অক্টোবর ২০১৬

টুকরো খবর

দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, ২০ অক্টোবর, ঝিনাইদহ ॥ শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের সাপখোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সে সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দনপুর ইউনিয়নের ইউপি সদস্য টিটু শিকদার ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলামের লোকজন টিটু শিকদারের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে সংঘর্ষ বেঁধে যায়। উভয়পক্ষের লোকজন ঢাল-সড়কি, হাসুয়া, রামদা, ফালা ও লাঠিসোটা এবং গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হুন্ডির টাকাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২০ অক্টোবর ॥ জয়পুরহাট-পাঁচবিবি সড়কের চম্পাতলি নামক স্থানে পাঁচবিবি থানা পুলিশ হুন্ডির টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে বৃহস্পতিবার গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো পাঁচবিবি থানার ভূইডোবা গ্রামের আব্দুল মজিদের পুত্র মোমিন (৩৮) ও ইলিয়াস উদ্দিনের পুত্র মিজানুর রহমান (৩৫)। পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, চম্পাতলি ব্রিজের কাছে পুলিশ অবস্থান নেয়। এ সময় জয়পুরহাটগামী একটি মোটরসাইকেল আটকিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৭ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, টাকাগুলো হুন্ডির মাধ্যমে নেয়া হচ্ছিল। পুলিশ তাদের গ্রেফতার করে। শীতলক্ষ্যা তীরে দুই ডকইয়ার্ড উচ্ছেদে বাধা নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ অক্টোবর ॥ বন্দর উপজেলার মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে দুটি অনুমোদনহীন ডকইয়ার্ড উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর। এ সময় অবৈধ দখলদাররা বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার বেলা ১১টায় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন ও সহকারী পরিচালক রেজাউল করিম রেজার নেতৃত্বে একটি (ভেকু) উচ্ছেদকর্মীরা ঘটনাস্থলে গেলে অবৈধ দখলদারদের বাধার মুখে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক রেজাউল করিম রেজা জানান, শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দর উপজেলার মদনগঞ্জে আলিনা ডকইয়ার্ড ও আল্লাহর দান ডকইয়ার্ড দুটি দীর্ঘদিন ধরেই অনুমোদন ছাড়াই চলছিল। সম্প্রতি ওই স্থানটিতে সরকারীভাবে ড্রেজার নির্মাণের জন্য কর্ণফুলী ডকইয়ার্ডকে বরাদ্দ দেয়া হয়েছে। ডকইয়ার্ডের মালিকদের ওই স্থানটি খালি করে দেয়ার নোটিস দেয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে এক্সক্যাভটরসহ উচ্ছেদ অভিযান চালাতে গেলে দখলদারদের পক্ষে বহিরাগতরা এসে হৈচৈ করতে থাকে ও অভিযানে বাধা দেয়। ৬ জলদস্যু আটক ॥ অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন কালাবগী এলাকার নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ছয় জলদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার গভীর রাতে র‌্যাবের বিশেষ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ও তিনটি পাইপগান, ৭ রাউন্ড শটগানের গুলি, ৩টি গুলির খোসা এবং চারটি রামদা উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর লবণচরার র‌্যাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৬ খুলনার পরিচালক অতিরিক্ত ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানান। গ্রেফতারকৃত ছয় জলদস্যু হচ্ছেÑ ইয়াহিয়া মোড়ল, অলি সরদার, মোঃ জুলফিকার কবির, দেবব্রত ম-ল, সুকুমার বাওয়ালী ও দেলোয়ার শেখ। পরে তাদের কাছ থেকে উল্লিখিত অস্ত্র, গুলি ও রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সাগর বাহিনীর দলছুট এহিয়া ওরফে এহি ওরফে ইয়া বাহিনীর নেতৃত্বে সংগঠিত হচ্ছিল বলে জানান তিনি। ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২০ অক্টোবর ॥ কেশবপুরে ১০ টাকা চালের ডিলারকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারের ১০ টাকা চালের ডিলার উপজেলার হাসানপুর ইউনিয়নের আলাউদ্দিন মোড়লকে ভ্রাম্যমাণ আদালত ডিলারশিপ বাতিলসহ তাকে ১০ হাজার টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ রায়হান কবীর জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার হাসানপুর ইউনিয়নের বগার মোড় নামক স্থানের ডিলার আলাউদ্দিন মোড়লকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। ডুয়েটে সাপ্তাহিক ছুটি বৃহস্পতি ও শুক্রবার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার ও শুক্রবার পুনঃনির্ধারণ করা হয়েছে। ডুয়েট’র সহকারী পরিচালক কামরুন নাহার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ আগামী ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে। এর আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। হেঁটে সারাদেশ ভ্রমণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর কেবিএম কলেজের সাবেক সিনিয়র রোভার মেট নাসিম তালুকদার শিশুশ্রমের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলতে হেঁটে সারাদেশ ভ্রমণের জন্য শনিবার সকাল ৮টায় শহরের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করবেন। তিনি ১৩০ দিনে দেশের ৬৪ জেলায় যাবেন। ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরী পাড়ার নাসিম এ বছর কেবিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত ও কর্ণধার। বাল্যবিয়ে থেকে রক্ষা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ অক্টোবর ॥ বুধবার রাতে পতœীতলা উপজেলার মধইল বাজারে মামা শহিদুল ইসলামের বাড়িতে আয়োজিত বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী নূরে জান্নাত। গোপনে বাল্যবিয়ের আয়োজন চলছেÑ এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া নূরে জান্নাতের বিয়ে বন্ধ করে দেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার বর ও কনের বয়স উপযুক্ত না হওয়া পর্যন্ত বিয়ে হবে না মর্মে মুচলেকায় স্বাক্ষর নেন।
×