ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৯৩ লাখ টাকা আত্মসাত অগ্রণী ব্যাংকের ছয় কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৫, ২১ অক্টোবর ২০১৬

৯৩ লাখ টাকা আত্মসাত অগ্রণী ব্যাংকের ছয় কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২০ অক্টোবর ॥ গ্রাহকের ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত অগ্রণী ব্যাংকের পাবনার পাকশী শাখার সাবেক ব্যবস্থাপকসহ ছয় কর্মকর্তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃতদের সোপর্দ করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের মামলায় বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন অগ্রণী ব্যাংক পাকশী শাখার সাবেক কর্মকর্তা আমিনুল ইসলাম, একই শাখার সাবেক ব্যবস্থাপক আফসার আলী, মোশাররফ হোসেন, কায়সার আলী এবং একই শাখার সাবেক ক্যাশিয়ার নুরুল ইসলাম ও রমজান আলী। দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক জানান, ১৯৯৮-২০০৪ সালের মধ্যে অগ্রণী ব্যাংক পাবনার পাকশী শাখায় কর্মরত অবস্থায় আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া বিল-ভাউচার তৈরি করে গ্রাহকের ৯৩ লাখ টাকা আত্মসাত করেন। এই নিয়ে সম্প্রতি দুদকের করা মামলার সত্যতা পেলে বুধবার রাতে পাঁচজনকে ও বৃহস্পতিবার সকালে একজনকে গ্রেফতার করা হয়।
×