ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মনির হত্যার বিচার দাবিতে না’গঞ্জে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫৫, ২১ অক্টোবর ২০১৬

মনির হত্যার বিচার  দাবিতে না’গঞ্জে  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ অক্টোবর ॥ আওয়ামী জনতা লীগ নেতা শেখ স্বাধীন হোসেন মনির হত্যাকা-ের আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জনতা লীগ ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এদিকে বুধবার রাতে নিহত মনির হোসেনে স্ত্রী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। সড়কে ছাত্রলীগ নেতার পাকা দেয়াল নির্মাণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ছাত্রীকে উত্ত্যক্ত করার জেরধরে রাতের আঁধারে শ্রমিক নিয়ে সরকারী সড়কে পাকা দেয়াল নির্মাণ করে জনচলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত মধ্যরাতে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরের সড়কে। সড়কে দেয়াল নির্মাণ করায় হাসপাতালের রোগী থেকে শুরু করে স্থানীয়দের চলাচলের জন্য প্রায় এক কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। মেডিক্যাল কলেজের ছাত্র ও প্রভাবশালী ছাত্রলীগ নেতা ফোরকান আহমেদ বলেন, আমরা কলেজের ছাত্রী হোস্টেলের সড়কের মুখে বুধবার রাতে দেয়াল তুলে দিয়েছি। যাতে আমাদের সহপাঠীরা আর যৌন হয়রানির শিকার না হয়। সড়কে দেয়াল নির্মাণে ভিন্নমত পোষণ করেছেন কলেজের একাধিক সাধারণ শিক্ষার্থী। তারা বলেন, এ সড়কে দেয়াল নির্মাণ করার ফলে অপরাধ আরও বৃদ্ধি পাবে। শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর সাহা বলেন, বিষয়টি শুনেছি। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
×