ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে স্কুলছাত্রীকে কোপানোর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫৪, ২১ অক্টোবর ২০১৬

মুন্সীগঞ্জে স্কুলছাত্রীকে কোপানোর প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে স্কুলছাত্রীর ওপর বখাটের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। হামলার ঘটনায় পুলিশ বখাটে সেলিমের সহযোগী শেখ জাহিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট্র আদালতের বিচারক মুক্তা ম-ল সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য রেখে জাহিদকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান বাবু জানান, রশুনিয়া বাগানবাড়ি থেকে বুধবার শেখ জাহিদকে গ্রেফতার করা হয়। সে বখাটে সেলিমের বন্ধু। পুলিশ সেলিমকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। খুব দ্রুত মূল অপরাধীকে ধরা সম্ভব হবে বলে তিনি জানান। রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে সিরাজদিখান-নিমতলা সড়কে এই মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনকারীরা বখাটেকে গ্রেফতারের দাবি জানায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ স্বেচ্ছাসেবী সংগঠনও মানববন্ধনে যোগ দেয়। রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাহমিনা আক্তার আঁখিকে মঙ্গলবার বিকেলে বাড়িতে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এক বখাটে। সে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
×