ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জালিয়াতির বিরুদ্ধে বিশেষ সতর্কতা

চবিতে ভর্তিযুদ্ধ শুরু ২৩ অক্টোবর ॥ প্রতি আসনে ৫১ শিক্ষার্থী

প্রকাশিত: ০৫:৫৪, ২১ অক্টোবর ২০১৬

চবিতে ভর্তিযুদ্ধ শুরু ২৩  অক্টোবর ॥ প্রতি  আসনে ৫১ শিক্ষার্থী

রহমান শোয়েব, চবি ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ অক্টোবর শুরু হবে ভর্তি পরীক্ষা। ২ লাখ ৪৪ হাজার ৭৭৯ পরীক্ষার্থী থেকে বিশ্ববিদ্যালয় সবচেয়ে মেধাবী ৪ হাজার ৭৯১ জনকে বেছে নেবে। প্রতি আসনের জন্য লড়ছে ৫১ শিক্ষাথী। ভর্তি পরীক্ষায় প্রক্সি, ডিজিটাল জালিয়াতিসহ বিভিন্নভাবে জালিয়াতির চেষ্টা করে কিছু অসাধু চক্র। কেউ কেউ আবার শুধুমাত্র কিছু টাকার লোভে ভর্তিচ্ছুদের সাথে প্রতারণা করে। অনেক ভর্তিচ্ছু প্রতারণার ফাঁদে পা দিয়ে হারান সর্বস্ব। কিন্তু ভর্তিচ্ছুদের জেনে রাখা দরকার, চবিতে জালিয়াতির মাধ্যমে ভর্তির কোন সুযোগ নেই। এখানে প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্ন ছাপাসহ পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজ কঠোর গোপনীয়তার মাধ্যমে করা হয়। এমনটাই জানিয়েছে চবি কর্তৃপক্ষ। তাই জেনেশুনে প্রতারণার ফাঁদে পা না দিতে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিবছরই ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক হয় ভর্তিচ্ছুসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এবারও সক্রিয় হয়ে উঠেছে ভর্তি জালিয়াতি চক্র। চবিতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ইতোমধ্যেই ভর্তি করিয়ে দেয়ার নামে প্রতারক চক্র পেতেছে প্রতারণার জাল। ভর্তি করিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে হাঁকছে মোটা অঙ্কের টাকা। কেউ পরীক্ষার হলে ডিজিটাল ডিভাইসসহ পরীক্ষার্থী পাঠিয়ে বাইরে থেকে তার সাথে যোগাযোগ করে। কেউ বা ডিজিটাল ওয়াচ ব্যবহার করে। এমন আরও বিভিন্ন ডিজিটাল যন্ত্রের সঙ্গে রয়েছে প্রক্সি দেয়ার পুরনো নিয়ম। এসব অভিজ্ঞতা থেকে এবার নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিজিটাল জালিয়াতি ও প্রক্সির মতো অপরাধ ঠেকাতে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। পরীক্ষা চলাকালীন পর্যাপ্ত সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোতায়েন থাকবে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে কমিউনিকেটিভ ইলেক্ট্রনিক ডিভাইস যেমন সিমযুক্ত ঘড়িসহ যেকোনো প্রকার ঘড়ি, সিমযুক্ত কলম, সিম বা মেমোরি অপশনযুক্ত ক্যালকুলেটর ও সিমযুক্ত অন্যান্য ডিভাইস এবং মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি কোন প্রকার অনৈতিক ও অবৈধ পন্থায় ভর্তি প্রক্রিয়ায় যুক্ত না হতে এবং জালিয়াত চক্রের দ্বারা প্রভাবিত না হতে পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে ভর্তির কোন সুযোগ নেই। এখানে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ কঠোর গোপনীয়তার মাধ্যমে করা হয়। কারও কাছে এ ধরনের জালিয়াত চক্রের কোন খবর থাকলে উপযুক্ত প্রমাণসহ কর্তৃপক্ষকে জানালে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, পুরো বিশ্ববিদ্যালয় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তাই কোথাও কোন অপকর্ম হলে আমরা সিসিটিভি দেখে অপরাধীকে শনাক্তের চেষ্টা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি সংবাদদাতা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ¯œাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে গত বছরের মতো এবারও ক্যাম্পাসে থাকবে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক বলেন, প্রতিবছর ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি চক্র বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করে। তাদের ঠেকাতে আমরাও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। এ বছর প্রথমবারের মতো পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থীর আসন নির্দিষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন, ক্যালকুলেটরসহ যে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি বলেন, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় চত্বরে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এজন্য বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা, কাজলা, বিনোদপুর ও স্টেশন গেট দিয়ে যানবাহন প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে প্রধান ফটক দিয়ে কোন যানবাহন প্রবেশ করতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. মশিহুর রহমান, ছাত্র উপদেষ্টা ড. মিজানুর রহমান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আমীর জাফর।
×