ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৩, ২১ অক্টোবর ২০১৬

টুকরো খবর

সন্ত্রাসীর ভয়ে বাজারে যাচ্ছেন না ব্যবসায়ীরা স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের বড়বাজারে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ভয়ে সাধারণ মাছ ব্যবসায়ীরা মাছ বিক্রি করতে আসছেন না। বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা সব ধরনের মাছে ভরপুর থাকে বলে ভোক্তারা বেশিরভাগ সময় মাছ কিনতে যায় বড়বাজারে। অফিস আদালত থেকে কাছে এবং প্রায় সময় সকালে ওই বাজারে মাছ পাওয়া যায় বলেই বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ ভোরে মাছ কেনাসহ নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা সেরে নিজ নিজ অফিসে চলে যান প্রতিদিন। রবিবার ইজারাদার আবু আহম্মদ টোল আদায়ের নামে ব্যবসায়ী সেলিমের কাছে অতিরিক্ত চাঁদা দাবি করলে দাবিকৃত চাঁদা দিতে ওই ব্যবসায়ী অপারগতা ও প্রতিবাদ করায় ফাঁকা গুলি ছোড়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা। এ সময় প্রাণরক্ষায় পালিয়ে যায় ক্রেতা-বিক্রেতারা। এরপর থেকে সন্ত্রাসীদের ভয়ে মাছ বিক্রেতারা মাছ নিয়ে বড়বাজারে যাচ্ছেন না। ফলে আগের মতো অহরহ মাছ মিলছে না বাজারে। কিছু কিছু ব্যবসায়ী বাজারে আসলেও মাছের দাম আকাশচুম্বি। এতে দুর্ভোগ বেড়েছে সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ ভোক্তাদের। ছাত্রীকে উত্ত্যক্ত ॥ ইমামের দ- স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রকাশ্যে প্রেম নিবেদনে উত্ত্যক্ত করায় এবার আটক হয়েছে এক মসজিদের ইমাম। জলঢাকা উপজেলার এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই ইমামকে তিন মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে। বৃহস্পতিবার সকালে ওই ইমামকে জলঢাকা পুলিশ জেলা কারাগারে প্রেরণ করে। সাজা প্রাপ্ত ব্যক্তি জলঢাকা উপজেলার বকতিয়ার পাড়া উছাটারী জামে মসজিদের ইমাম ও পার্শ্ববর্তী কিশোরীগঞ্জ উপজেলার রণচ-ী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আফসার আলীর ছেলে মওলানা নুরুন্নবী। জানা যায়, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী বুধবার মডেল টেস্ট পরীক্ষা শেষে বিকেলে বাড়ি ফিরছিল। এ সময় স্কুলের ফটকের সামনে দাঁড়িয়ে থাকা উক্ত ইমাম পার্শ¦বর্তী ওই ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাবের মাধ্যমে উত্ত্যক্ত করতে থাকে। এর আগেও ওই ইমাম ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেছিল। ঘটনাটি তাৎক্ষণিকভাবে ওই ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে স্কুলের শিক্ষকরা ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে। ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে স্কুলছাত্রীর ওপর বখাটের হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে সিরাজদিখান-নিমতলা সড়কে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত আধা ঘণ্টা এ মানববন্ধনকালে বখাটেকে গ্রেফতারের দাবি জানানো হয়। এদিকে শেখ জাহিদ নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাহমিনা আক্তার আঁখিকে মঙ্গলবার বিকেলে বাড়িতে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বখাটে। সে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কলেজ জাতীয়করণ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ফুলবাড়িয়া ডিগ্রী কলেজকে অবিলম্বে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ মানববন্ধন করেছে আন্দোলনরত শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে কলেজ গেটে মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে কলেজ জাতীয়করণের দাবি জানান তারা। কারেন্ট জাল উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মেঘনা নদী ১ লাখ ৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। আটককৃত অবৈধ কারেন্ট জালের মূল্য ৩৬ লাখ ৭৫ হাজার টাকা। গজারিয়া উপজেলা মৎস্য অফিসার সামসুন নাহারের উপস্থিতিতে আটককৃত জালগুলো বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেঘনা তীরে জ্বালিয়ে দেয়া হয়। এর আগে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। হুন্ডির টাকাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২০ অক্টোবর ॥ জয়পুরহাট-পাঁচবিবি সড়কের চম্পাতলি নামক স্থানে পাঁচবিবি থানা পুলিশ হুন্ডির টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে বৃহস্পতিবার গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো পাঁচবিবি থানার ভূইডোবা গ্রামের আব্দুল মজিদের পুত্র মোমিন (৩৮) ও ইলিয়াস উদ্দিনের পুত্র মিজানুর রহমান (৩৫)। পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, চম্পাতলি ব্রিজের কাছে পুলিশ অবস্থান নেয়। এ সময় জয়পুরহাটগামী একটি মোটরসাইকেল আটকিয়ে দুজনকে আটক করা হয়। নোবিপ্রবিতে প্রশিক্ষণ কর্মশালা নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২০ অক্টোবর ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দিনব্যাপী কৃষিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজী মোঃ ইদ্রিস অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সহকারী গ্রন্থাগারিক মুহাম্মদ সেলিম মিয়ার সঞ্চালনায় গ্রন্থাগারিক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- ‘টিল’ এর দক্ষিণ এশিয়া বিষয়ক কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক ড. চন্দ্রশেখর ভিথাল।
×