ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ রাসেলের জন্মদিবসে ইসলামিক ফাউন্ডেশনে শিশু সমাবেশ

প্রকাশিত: ০৫:৫৩, ২১ অক্টোবর ২০১৬

শেখ রাসেলের জন্মদিবসে ইসলামিক ফাউন্ডেশনে শিশু সমাবেশ

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে হলে শিশুদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। আমাদের দেশের শিশুরা অত্যন্ত মেধাবী। তাদের সঠিক যতœ ও পরিচর্যা করতে পারলে তারাই দেশের সবচেয়ে বড় সম্পদ হবে এবং এক সময় এ দেশকে তারাই সফলভাবে নেতৃত্ব দেবে। মঙ্গলবার সকালে শেখ রাসেলের ৫২তম জন্মদিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু স¥ৃতি জাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিশুদের সুন্দর নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমেই শেখ রাসেলের প্রতি আমাদের ভালবাসার প্রকাশ ঘটাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে ৫৫০টি স্পটে শিশু সমাবেশের আয়োজন করে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত শিশু সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপি, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান ও ধর্মসচিব আব্দুল জলিল। -বিজ্ঞপ্তি
×