ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীমান্তে ৪৯ বাংলাদেশী আটক

প্রকাশিত: ০৫:৫২, ২১ অক্টোবর ২০১৬

সীমান্তে ৪৯ বাংলাদেশী আটক

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ যশোরের বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ পুরুষ ১১ নারী ও ৭ শিশুসহ ৪৯ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দালালদের দেয়া অর্ধশত সিøপ (টোকেন) উদ্ধার করেছে থানা পুলিশ। আটককৃতদের বাড়ি ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ফরিদপুর, নড়াইল, বরিশাল, বাগেরহাট ও ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। তাদের বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজিবি। বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহ-হীল-ওয়াফি জানান, কাজের সন্ধানে, চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে সীমান্তের অবৈধ পথে এরা বিভিন্ন সময়ে ভারতে যায়।
×