ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে যমুনার সলিড স্পারে ধস

প্রকাশিত: ০৫:৫২, ২১ অক্টোবর ২০১৬

সিরাজগঞ্জে যমুনার সলিড স্পারে ধস

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ যমুনার ভয়াল ছোবলে শিমলার সলিড স্পারে ধস নেমেছে। বুধবার রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলায় পানি উন্নয়ন বিভাগের সলিড স্পারের প্রায় এক শ’ মিটার মাটির স্যাং বিচ্ছিন্ন হয়ে গেছে। আতঙ্কিত হয়ে পড়েছে যমুনাপাড়ের শিমলা এলাকার মানুষ। তবে পানি কম থাকায় ঘরবাড়ির কোন ক্ষতি হয়নি। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা শিমলায় শুকনো মৌসুমে যমুনাপাড়ে সলিড স্পারে ধস নামায় বিস্মিত হয়ে দ্রুত তা সংস্কারের জন্য পানি উন্নয়ন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সকালেই পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্তৃপক্ষ ধসে পড়া স্থান পরিদর্শন করেছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা, নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, ইউপি চেয়ারম্যান সহিদুল আলমসহ উর্ধতন কর্তৃপক্ষ।
×