ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালতে সাজা

ভণ্ড কবিরাজের মাসিক ম্যানেজ খরচ ৬০ হাজার টাকা

প্রকাশিত: ০৫:৫১, ২১ অক্টোবর ২০১৬

ভণ্ড কবিরাজের মাসিক ম্যানেজ খরচ ৬০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পেশা কবিরাজী, আর সে কারবার চালাতে মাসে ব্যয় ৬০ হাজার টাকা! ভ্রাম্যমাণ আদালতের কাছে ধরা পড়ে এমন বিশাল ব্যয়ের ফর্দ দিয়েছেন কবিরাজ নিজেই। ব্যবসা চালাতে ‘বিশেষ ম্যানেজ’ বাবদই প্রতি মাসে তার এ খরচ। কবিরাজের নাম মফিজ। যশোর শহরের রায়পাড়া তুলোতলা এলাকায় তার আস্তানা। তার বিরুদ্ধে মিথ্যা ঝাড়-ফুক, জিন দিয়ে রোগীর অপারেশন ও পাথর দিয়ে রোগ মুক্তির তদ্বির প্রদানসহ রয়েছে নানা অভিযোগ। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার উজ জামান র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কথিত কবিরাজ মফিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় মফিজ বলেন, সকলকে টাকা দিয়েই ব্যবসা চালাই। ভ্রাম্যমাণ আদালত জব্দ করে তার হাতে লেখা ফর্দটি, যেখানে লেখা আছে প্রতি মাসে তিনি কাকে কত টাকা দিয়ে থাকেন। আদালতের কাছে মফিজ স্বীকার করেন যে, ব্যবসা চালাতে জনৈক রাজনীতিক তোতা মিয়াকে ৮ হাজার, ছাত্রনেতা জনিকে ৬ হাজার, ওসি বাবদ ৫ হাজার, পুলিশ ফাঁড়ি বাবদ ২ হাজার ৫শ’, সিআইডি বাবদ ২ হাজার এবং যশোরের এক রঙিন পত্রিকার সাংবাদিকের নাম উল্লেখ করে বলেন, তাকে দিতে হয় ৫শ’ টাকা। এসব ‘ফড়কা খরচ’ হিসেবে উল্লেখ করেন তিনি। এছাড়া ফর্দে আরও এমন নানা খরচের উল্লেখ করা হয়েছে। আদালত চলাকালে তিনি জানান, আয় হোক আর না হোক প্রতিমাসে ৬০ হাজার ১শ’ টাকা ফড়কা খরচ হয় তার। মফিজ ওই এলাকার মৃত নজির আহম্মেদের ছেলে। পুলিশের কাছে মাদকের বড় চালানসহ একবার আটক হওয়া মফিজ নানা ভ-ামির আশ্রয় নিয়ে ও ভোল পাল্টে কবিরাজ সেজে বসে। হুজুর সেজে অন্ধকার ঘরে অপারেশনের নামে কথিত পাথর বের করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। কতিপয় দালালের মাধ্যমে নানা রোগে ভোগা লোকজনের কাছ থেকে হাতিয়ে নিত মোটা অংকের টাকা। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক কবিরাজ মফিজকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
×