ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জম্মু ও কাশ্মীরে ১২ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশিত: ০৫:৫০, ২১ অক্টোবর ২০১৬

জম্মু ও কাশ্মীরে ১২ কর্মকর্তা বরখাস্ত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বিশৃঙ্খলায় ইন্ধন দেয়ার অভিযোগে ১২ সরকারী কর্মকর্তাকে বরখাস্ত করেছে মেহবুবা মুফতি সরকার। সূত্র জানায়, একশ’ জনেরও বেশি কর্মকর্তা নজরদারির মধ্যে রয়েছেন। সেখানে আরও কর্মকর্তা বরখাস্ত হতে পারেন। দেশবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে বুধবার সন্ধ্যায় ১২ সরকারী কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত হওয়ার আদেশ দেয় রাজ্য সরকার। যারা বরখাস্ত হয়েছেন তারা সরকারের বিভিন্ন দফতরের মধ্যম-পর্যায়ের কর্মকর্তা। এর মধ্যে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী রেজিস্টার রয়েছেন। এছাড়া আরও আছেন শিক্ষা, রাজস্ব, গণস্বাস্থ্য, ইঞ্জিনিয়ারিং এবং খাদ্য সরবরাহকারী দফতরের কর্মকর্তা। এনডিটিভি
×