ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বল্প মূলধনী কোম্পানি তালিকাভুক্তিতে ভেঞ্চার ক্যাপিটাল গেজেট হচ্ছে

প্রকাশিত: ০৫:৪৬, ২১ অক্টোবর ২০১৬

স্বল্প মূলধনী কোম্পানি তালিকাভুক্তিতে ভেঞ্চার ক্যাপিটাল গেজেট হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বল্প মূলধনী কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে খুব শীঘ্রই ভেঞ্চার ক্যাপিটাল রুলস গেজেট আকারে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ ‘ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ফর স্ট্যার্টআপ’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। তিনি বলেন, ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে বিশ্বে অনেক সফলতার গল্প আছে। আমাদের দেশেও এমন হতে পারে। আমরা স্বল্প মূলধনী কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে চাই। ন্যূনতম ৩০ কোটি টাকা পরিশোধিত মূলধন হলে তারা বাজারে তালিকাভুক্ত হতে পারবে- এ ধরনের সুযোগ আমরা তৈরি করে দিতে চাই। সে লক্ষ্যে কাজ চলছে। বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। কিন্তু অন্য দেশের তুলনায় জিডিপিতে পুঁজিবাজারের অবদান অনেক কম। ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এই অবদানকে অনেকগুণ বাড়িয়ে দিতে পারে। কোম্পানিকে বাজারে তালিকাভুক্তির জন্য আমরা আইন করছি। যা শীঘ্রই গেজেট আকারে প্রকাশ করা হবে।
×