ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোলার পার্ক নির্মাণে সিঙ্গাপুরের কোম্পানির সঙ্গে চুক্তি

প্রকাশিত: ০৫:৪৫, ২১ অক্টোবর ২০১৬

সোলার পার্ক নির্মাণে সিঙ্গাপুরের কোম্পানির সঙ্গে চুক্তি

সিঙ্গাপুরভিত্তিক একটি বেসরকারী কোম্পানি এইচডিএফসি সিনো পাওয়ার লিমিটেড দেশে এ যাবতকালের বৃহৎ সোলার পার্ক স্থাপন করবে। এইচডিএফসি সিনো পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুত ক্রয়ে চুক্তি করছে সরকার। বুধবার বিদ্যুত ভবনে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং সিঙ্গাপুরের কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। সিঙ্গাপুরের দুটি কোম্পানি এবং বাংলাদেশের একটি কোম্পানি হেটাট হোল্ডিং প্রাইভেট কোম্পানি লিমিটেড (এইচইটিএটি), ডিটরোলিক (ডিআইটিআরওএলআইসি) প্রাইভেট কোম্পানি লিমিটেড এবং আইএফডিসি সোলার (বিডি) লিমিটেড এ তিনটি কোম্পানি মিলে একটি কনসোর্টিয়াম কোম্পানি এইচডিএফসি। বিদ্যুত বিভাগ সূত্রে জানা যায়, ময়মনসিংহের গৌরীপুরে সুতিয়াখালী নদীর পারে সোলার পার্কটি স্থাপন করা হবে। ৫০ মেগাওয়াট ক্ষমতার এ সোলার পার্কে গ্রিড টাইড সোলার পিভি পাওয়ার প্রজেক্ট টেকনোলজি ব্যবহার করা হবে। Ñস্টাফ রিপোর্টার
×