ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে খুদে শিক্ষার্থীদের আগ্রহের শেষ নেই

প্রকাশিত: ০৫:৪৪, ২১ অক্টোবর ২০১৬

ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে খুদে শিক্ষার্থীদের আগ্রহের শেষ নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া হক। কম্পিউটার বিজ্ঞানে অনার্স করছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নিয়ে আগ্রহের শেষ নেই তার। আর এজন্য দেশের সবচেয়ে বড় আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ তে এসেছেন। শুধু সুমাইয়া নন, এমন শত শত শিক্ষার্থী তথ্য প্রযুক্তির সমাহার দেখতে ও জানতে এসেছেন এখানে। বৃহস্পতিবার চলছে এ আয়োজনের দ্বিতীয় দিন। বেলা ১১টার দিকে মেলা শুরু হওয়ার পর থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসতে থাকেন নানা-শ্রেণী পেশা আর বয়সী প্রযুক্তিপ্রেমীরা। বেলা বাড়ার বাড়ার সঙ্গে বাড়ছে লোকসমাগমও। চুয়াডাঙ্গা থেকে এসেছেন বাদল রায়। একটি স্কুলের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। বলেন, শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে এই ধরণের আয়োজন থেকে প্রাপ্ত জ্ঞান অনেক কাজে দেয়। এছাড়া নিজেও প্রযুক্তিপণ্য দেখে পুলকিত হই। তাই এখানে আসা। সমাজকর্মী রুনা আক্তার বলেন, অটিজমদের নিয়ে একটি সেমিনারে অংশ নিতে এসেছিলাম। এক্ষেত্রে প্রযুক্তির সাহায্যে অটিজমদের কিভাবে দক্ষ মানবসম্পদে পরিণত করা যায় সেটা জানাই ছিল মূল লক্ষ্য।
×