ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বনানীতে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন

প্রকাশিত: ০৫:৪৪, ২১ অক্টোবর ২০১৬

বনানীতে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক আগামী এক বছরের মধ্যে নেটওয়ার্কের দিক থেকে প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করতে পারবে। তখন গ্রামপর্যায়ে থ্রিজি সেবা পৌঁছে দেয়া যাবে। বৃহস্পতিবার রাজধানীর বনানী পোস্ট অফিসের দ্বিতীয় তলায় টেলিটকের নতুন কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, টেলিটকের বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন কাজ চলছে। কাজগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। এখানে অর্থ ছাড়ের বিষয় রয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই অর্থ ছাড় হবে। তাহলে এক বছরের মধ্যে প্রতিযোগিতামূলক বাজারে অন্তত নেটওয়ার্কের দিক থেকে টেলিটককে দাঁড় করাতে সক্ষম হব। যদিও নেটওয়ার্ক সম্প্রসারণ করতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন রয়েছে। টেলিটকের নিজস্ব অর্থায়নে যতটুকু এগিয়ে নেয়া যায়, আমরা তাই করে যাচ্ছি।
×